Math, asked by mondalmona39, 9 months ago

(-2) , (-10) , (+21) যোগের সংযোগ নিয়ম করি?​

Answers

Answered by Anonymous
2

প্রদত্ত,

যোগের জন্য প্রদত্ত রাশিমালাগুলি হলো (-2) , (-10) , (+21)

নির্ণেয়,

যোগের সংযোগ নিয়ম ব্যাবহার করে যোগফল নির্ণয় করে নিয়মটি সিদ্ধ করা।

সমাধান,

যোগের সংযোগ নিয়ম থেকে আমরা জানতে পারি যে দুইয়ের বেশি সংখ্যাকে যোগ করলে আমরা যে কোন ক্রমেই সংখ্যাগুলিকে সাজিয়ে যোগ সম্পন্ন করতে পারি এবং যে কোন ক্রমের মাধ্যমেই করা যোগের যোগফল একই হবে।

প্রশ্নে প্রদত্ত সংখ্যাগুলি হলো,

(-2) , (-10) , (+21)

এখন প্রথম ক্রম সাজিয়ে পাই = -2 + (-10+21) = 9

দ্বিতীয় ক্রম সাজিয়ে পাই = (-2-10) + 21 = 9

এইভাবে আমরা দুইরকম ক্রমে সংখ্যাগুলিকে সাজিয়ে যোগ করলে দুইবারই একই যোগফল পাই।

অতএব, যোগের সংযোগ নিয়মটি ব্যবহার করে আমরা সিদ্ধ করতে পেরেছি।

Similar questions