Science, asked by mdabaiduihoq, 6 months ago

2/উদ্ভিদের বেঁচে থাকার জন‍্য পানি দরকার কিনা তারা পরীক্ষার জন‍্য বৈজ্ঞানিক প্রাক্রিয়ার ধাপগুলো কী কী হবে

Answers

Answered by ashwiniatupegmailcom
1

Answer:

fhrhdujejdyshrbjdkkkkksgheuegebhdjehudud

Answered by Anonymous
1

Explanation:

উপকরণ - দুটি টব, কিছু টা মাটি, দুটি সতেজ ছাড়া গাছ

প্রণালী - 2 টি টবে 2 চারা গাছ লাগানো হলো। প্রথম কয়েক দিন 2 টি গাছে সমান পরিমাণ জল নির্দিষ্ট পরিমাণ দেওয়া হলো। কয়েক দিন পর গাছ দুটি সতেজ হয়ে গেলে একটি তে নির্দিষ্ট পরিমান জল দেওয়া হলো আর অপরটি তে জল দেওয়া হলো না । কয়েকদিন পর দেখা যাবে যে গাছ টি তে জল দেওয়া হয় নি সেই গাছ টি মরা মরা হয়ে গেছে আর ওপর গাছ টি সতেজ হয়ে আছে । এর থেকে প্রমাণিত হয় যে উদ্ভিদ বেচে থাকার জন্য জল প্রয়োজনীয়।

প্রমাণ - এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে উদ্ভিদ বেচে থাকার জন্য মাটি, বায়ু, সূর্যের আলো ছাড়াও জল অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান।

Similar questions