بیان قدرة الله تعالى على الخلق সৃষ্টির উপর আল্লাহ তায়ালার কুদরতের বর্ণনা على الاقل عشرة سطور) কমপক্ষে ১০ লাইন 2
Answers
Answered by
3
Answer:
মহান আল্লাহ তায়ালা এই বিশ্বজগত অত্যন্ত চমৎকার ভাবে সৃষ্টি করেছেন। গাছপালা, পশুপাখি, নদীনালা, খালবিল সবকিছুই তিনি সৃষ্টি করেছেন। তিনিই সবকিছু লালনপালন করেন। সবকিছুই আল্লাহর হুকুমে পরিচালিত হয়৷ সৃষ্টির মধ্যে মানুষ হলো সেরা। কোনো মানুষ যদি ভুল করে এবং ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তাই বলা যায়, সৃষ্টির উপর আল্লাহ তায়ালার কুদরত অপরিসীম।
Hope it will help you..
Similar questions