Social Sciences, asked by lotifkhan75532, 6 months ago

ক) সাংস্কৃতিক আত্তীকরণ বলতে কী বুঝ? খ) সামাজিক পরিবর্তনের 2 টি উদাহরণ দাও? গ) রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয়ের বন্ধুরা মিলে কী ধরনের সেচ্ছাসেবা মূলক উদ্যোগ নেয়া যায় তার একটি তালিকা প্রনয়ন কর। ঘ) উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরনে কী ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা কর।​

Answers

Answered by Anonymous
0

প্রদত্ত প্রশ্নের উত্তর হলো নিম্নলিখিত -

  • সাংস্কৃতিক আত্তীকরণ হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোন ব্যক্তি অথবা কোন গোষ্ঠী তার নিজের সংস্কৃতি ব্যতীত অন্য কোন সংস্কৃতিকে করায়ত্ত করে।
  • সামাজিক পরিবর্তনের উদাহরণ হল - ১) নারীশিক্ষার প্রসার এবং ২) শিশুশ্রমের ক্রমহ্রাসমান পরিমাণ।
  • কোভিড কালে আমরা যে সকল স্বেচ্ছাসেবামূলক কাজ করতে পারি তা হলো - ১) সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারমূলক কাজ ২) মাস্ক ও স্যানিটাইজার বিতরণ ৩) করোনা আক্রান্ত পরিবারকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করা ইত্যাদি।
  • তথ্যপ্রযুক্তির মাধ্যমে কিংবা বিশেষত ইন্টারনেটের সাহায্য নিয়ে আমরা সহজেই দেশ বিদেশের সমাজ সংস্কৃতির সাথে মিলিত হতে পারি, যা সমাজীকরনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমান সময়ে।
Similar questions