2
তাহলে ? বললেন
গাছের পাতা কোন গ্যাস বাতাসে 'ছ; এবং কোন গ্যাস শোষণ করে?
মানুষের পক্ষে উপকারী পোকার নাম করে যারা গাছের পাতাকে খাবার হিসাবে খায়।
মাবের পক্ষে এমন কতকগুলো অপকারী পোকার নাম করে যারা গাছের পাতাকে খাবার হিসাবে খায়।
হাতি, হরিণ, গোরু ও ছাগল কোন কোন গাছের পাতাকে খাবার হিসাৰে খায়?
কোন গাছের পাতার শিরা বাড়ির ধুলো-ময়লা পরিষ্কার করতে কাজে লাগে ?
কোন কোন গাছের পাতার বল বা নির্যাস আমরা ওষধ হিসেবে ব্যবহার করি?
কোন কোন গাছের পাতাকে মানুষ জীবিকা অর্জনের জন্য ব্যবহার করে?
কোন কোন গাছের পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
কোন কোন জীৰ গাছের পাতায় ডিম পাড়ে?
195
6.
7.
Answers
Answered by
9
Answer:
১. অক্সিজেন বর্জন করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে
২. মাকড়শা, ঘাসফড়িং, পিঁপড়ে, বোলতা,মৌমাছি, ইত্যাদি।
৩. মাজরা পোকা, গাছ পোকা, বিভিন্ন ধরনের মথ , ইত্যাদি।
৪. বিভিন্ন সবুজ উদ্ভিদ, পালং শাক,ঘাস ,ইত্যাদি।
৫. নারকেল গাছ ও খেজুর গাছের শিরা
৬. নিম, তুলসী, বাসক, থানকুরী, ইত্যাদি।
৭. শাল পাতা, সেগুন পাতা, নারকেল পাতা ,ইত্যাদি।
৮. বাঁশ , নারকেল , আম ,ইত্যাদি
৯. প্রজাপতি, রেশম পোকা , গুটি পোকা ,ইত্যাদি।
Similar questions
Computer Science,
3 months ago
Physics,
3 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
Math,
1 year ago