Geography, asked by pproy098, 1 month ago

2 কীভাবে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন সুন্দরবনকে প্রভাবিত করছে?​

Answers

Answered by bd21454
2

Explanation:

সুন্দরবন অঞ্চলটি ঘূর্নিঝর প্রবন, মৌসুমি বায়ুর দ্বারা প্রভাবিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা খুবই কম হওয়ায় জলবায়ুর সামান্য তম পরিবর্তন সুন্দরবনের জীব প্রজাতি, বাস্তুতন্ত্র ও মানুষের উপর গভীর প্রভাব ফেলে। যেমন

ভূভাগের নিমজ্জন – জলবায়ুর পরিবর্তনের ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটছে, যার ফল স্বরূপ গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার প্রচুর পরিমানে বরফ গলে গিয়ে সমুদ্র জলের উচ্চতার বৃদ্ধি ঘটাচ্ছে। যার ফলে সুন্দরবনের নিচু দ্বীপ গুলি সমুদ্র তলদেশে নিমজ্জিত হয়ে পড়ছে। যা ফলে সুন্দরবনের আয়তন ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে।

জীব প্রজাতির বিলুপ্তি – সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির ফলে সুন্দরবন ক্রমশ নিমজ্জিত হচ্ছে বলে বিভিন্ন উদ্ভিদ ও প্রানিরা তাদের বাসস্থান হারিয়ে ফেলছে, পরিবর্তিত জলবায়ুর সাথে অনেক জীব প্রজাতি মানিয়ে নিতে না চিরতরে হারিয়ে যাচ্ছে এবং সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির ফলে সুন্দরবনের বহু জলজ প্রানী আজ ক্রমশ বিলুপ্তির পথে অগ্রসর হচ্ছে। অর্থাৎ সুন্দরবনের জীবপ্রজাতির বৈচিত্র্যে হ্রাসে জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে।

Similar questions