2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক তা লিখি
Answers
Answered by
2
2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা যৌগিক।
আরও জানার বিষয় :
- জোড় সংখ্যা : যে-সকল সংখ্যাকে সমান দু-ভাগে ভাগ করা যায় অথবা 2 দ্বারা বিভাজ্য, তারা হল জোড় সংখ্যা। ইংরাজিতে বলে Even Numbers।
- যেমন 2, 4, 6, 8, 10, 12, 14, 16 ইত্যাদি।
- এদের মধ্যে একমাত্র মৌলিক সংখ্যা 2, যা একটি জোড় সংখ্যা। আর এমন কোনো জোড় সংখ্যা নেই, যা একটি জোড় সংখ্যা।
- আবার যে-সব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, তাদেরকে বিজোড় সংখ্যা বলে। যেমন 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21 ইত্যাদি।
Similar questions