√2-এর দূই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান
Answers
Answered by
6
Answer:
নির্ণেয় উত্তর 1.41 ।
Explanation:
√2 এর মান 1.414
√2 এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 1.41 ।
Answered by
3
-এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান
সমাধান :
- আমরা প্রথমে ভাগ পদ্ধতিতে -এর বর্গমূল নির্ণয় করবো।
- -এর পরে দশমিক চিহ্ন (.) ব্যবহার করে আমরা তিন জোড়া, অর্থাৎ ছ'টি শূন্য (0) নেবো।
- কারণ আমাদেরকে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান নির্ণয় করতে হলে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূলের মান জানতে হবে।
- এই অংশটি প্রদত্ত ছবিতে দেখে নাও।
- এখানে, (তিন দশমিক স্থান পর্যন্ত)
- আবার, তিন দশমিক স্থানের , -এর চেয়ে ছোটো। সুতরাং, -এর সঙ্গে কোনো কিছুই যোগ হবে না।
- সুতরাং, -এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান হল
Attachments:
Similar questions