Math, asked by subhi38601, 2 months ago

দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2: 5 এবং 6:10 কোনটি বেশি মিষ্টি হিসাব করি?

Answers

Answered by SankuDinda
11

Answer:

Short-cut Process:-

2:5

= 2/5

= (2×2)/(5×2)

= 4/10

= 4:10

দুটো সরবতেই জল 10 অংশ।

প্রথম সরবতে সিরাপ 4 অংশ কিন্তু দ্বিতীয় সরবতে সিরাপ 6 অংশ।

∴ দ্বিতীয় সরবত বেশি মিষ্টি।

Long Process:-

প্রথম সরবতে সিরাপের আনুপাতিক ভাগহার = 2/(2+5) = 2/7

দ্বিতীয় সরবতে সিরাপের আনুপাতিক ভাগহার = 6/(6+10)

= 6/16

= 3/8

এখন, 2/7 = 0.286

3/8 = 0.375

তাই, 3/8 > 2/7

∴ দ্বিতীয় সরবত বেশি মিষ্টি।

Answered by pulakmath007
1

দ্বিতীয় শরবত বেশি মিষ্টি

Given (দেওয়া আছে) :

দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2 : 5 এবং 6 : 10

To find (নির্ণয় করতে হবে) :

কোন শরবতটি বেশি মিষ্টি

ধারণা :

অনুপাতের ধারণা

অনুপাত :

যে সংখ্যা একই একক বিশিষ্ট দুটি সংখ্যার মধ্যে একটি অপরটির কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয় তাকে অনুপাত বলে ।

পূর্বপদ ও উত্তরপদ :

a : b অনুপাতের ক্ষেত্রে a কে পূর্বপদ এবং b কে উত্তরপদ বলে

Solution :

Step 1 of 2 :

শরবত দুটিতে সিরাপ ও জলের অনুপাত লেখো

বলা আছে দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2 : 5 এবং 6 : 10

Step 2 of 2 :

কোন শরবতটি বেশি মিষ্টি নির্ণয় করো

প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত

= 2 : 5

দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত

= 6 : 10

= 3 : 5 (সরল করে পাই)

এখন , 3 > 2

যেহেতু দ্বিতীয় শরবতে সিরাপের ভাগহার বেশি

সেজন্য দ্বিতীয় শরবত বেশি মিষ্টি

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. ৫৫০০০ এবং ৩৮৬৬৭ এর অনুপাত কত?

https://brainly.in/question/29382907

2. রফিকের পিতা এবং রফিকের 5 বছরের পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:11

https://brainly.in/question/30481902

#SPJ2

Similar questions