Math, asked by 123831250, 1 month ago

একটি পুকুরের কচুরিপানা প্রতিদিন আগের দিন থেকে 2গুন বারে।পুকুর টি ভতি হতে 61 দিন সময় লাগে 56 দিনে কতটা ভতি হবে ​

Answers

Answered by Ankitsinharaya
2

Answer:

এখানে প্রশ্নে বলা হয়েছে কচুরিপানা প্রতিদিন দ্বিগুন হারে বৃদ্ধি পায়। অর্থাৎ যদি আজকে ১০০ টি কচুরিপানা থাকে তাহলে গতকাল ৫০ টি ছিলো। তাই পুকুরটি সম্পূর্ণ হতে যদি ৩০ দিন সময় লাগে তাহলে তার আগেরদিন কচুরিপানা অর্ধেক ছিল। তাই আমরা বলতে পারি ২৯ তম দিনে কচুরিপানা পুকুরের অর্ধেক পূর্ণ হবে, এবং ৩০ তম দিনে পুকুরে সম্পূর্ণ কচুরিপানায় ভর্তি হবে। আশা করি বুঝতে পেরেছেন।

Step-by-step explanation:

Hope it helps you ✌️✌️

Similar questions