2. দুটি বৃত্ত পরুকে C ও Dবিন্দুতে ছেদ করে। Dও C বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে A ও B বিন্দুতে
এবং অপবৃত্তকে E ও F বিন্দুতে ছেদ করে। DAB=75° হলে, ADEF-এর মান নির্ণয় করাে।
Answers
Answer:
বৃত্ত সংক্রান্ত উপপাদ্য ( Theorems related to circle )
সূচনা (Introduction )
Circle আমরা এর আগে বৃত্তের সঙ্গে পরিচিত হয়েছি এবং বৃত্ত সম্পর্কিত বৃত্তের সংজ্ঞা , বৃত্তের কেন্দ্র , বৃত্তের ব্যাসার্ধ , বৃত্তের ব্যাস , বৃত্তচাপ ,বৃত্তের জ্যা এবং অৰ্ধবৃত্ত এর গুলোর সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে। এই অধ্যায়ে বৃত্ত সম্বন্ধীয় প্রতিপাদ্য আলোচনা করা হবে , তার জন্য প্রয়োজনীয় বিষয় গুলি আর একবার আলোচনা করব।
বৃত্তাংশ : কোনো বৃত্তের একটি জ্যা ও একটি চাপের দ্বারা গঠিত চিত্রকে বলা হয় বৃত্তাংশ।
বৃত্ত
উপরের চিত্রে ACB একটি বৃত্তাংশ যা AB জ্যা এবং ACB বৃত্তচাপ গঠিত।
বৃত্তকলা : কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি চাপ দ্বারা গঠিত চিত্রকে বলা হয় বৃত্তকলা।
arc
উপরের চিত্রে যেমন OA এবং OB দুটি ব্যাসার্ধ ও একটি বৃত্তচাপ ACB দ্বারা গঠিত OACB একটি বৃত্তকলা। অনুরূপে OADB আর একটি বৃত্তকলা , যা ব্যাসার্ধ OA এবং OB ও বৃত্তচাপ ADB দ্বারা গঠিত।
এককেন্দ্রীয় বৃত্তসমূহ : একটি বৃত্তকে কেন্দ্র করে একাধিক বৃত্ত অঙ্কন করা হলে , ওই বৃত্ত গুলিকে বলা হয় এককেন্দ্রীয় বৃত্তসমূহ।
circle
Step-by-step explanation:
please mark as brain list