Math, asked by sumonapujalikhonobod, 7 months ago

2. দুটি এক কেন্দ্রীয় বৃত্ত এর সাধারণ
স্পর্শক সংখ্যা -
O 1 টি
O 2 টি
O 3 টি
O একটিও নয়​

Answers

Answered by yadavanshika361
0

I could not answer this question because I am from India I am Hindu and I could not read your language sorry

Answered by Anonymous
0

দুটি এক কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শক সংখ্যা - একটিও নয়।

উপরোক্ত উত্তরটিকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের উত্তর সম্পর্কিত আরো কিছু তথ্য জানতে হবে।

উত্তর সম্পর্কিত বিস্তারিত তথ্য :

  • বৃত্তের স্পর্শক : যদি একটি বৃত্ত এবং একটি সরলরেখার কেবলমাত্র একটি ছেদবিন্দু থেকে থাকে, তাহলে উক্ত সরলরেখাটিকে উক্ত বৃত্তের স্পর্শক বলা হবে।
  • এখন দুটি বৃত্তের সাধারণ স্পর্শক (অর্থাৎ এমন একটি সরলরেখা যা উভয় বৃত্তের ক্ষেত্রেই স্পর্শক হিসাবে বিদ্যমান) তা একমাত্র সম্ভব যখন দুইটি বৃত্তের কেন্দ্রের মধ্যে নির্দিষ্ট কিছু পরিমাণ দূরত্ব থাকে।
  • যদি দুটি বৃত্তের কেন্দ্র একই হয় তাহলে ভেতরের বৃত্তের স্পর্শক বাইরের বৃত্তটিকে দুইটি বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ ভেতরের বৃত্তের স্পর্শক কখনোই বাইরের বৃত্তের ক্ষেত্রে স্পর্শক হয়ে উঠবে না। তাই দুটি এক কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে সাধারণ স্পর্শক থাকা অসম্ভব।

অতএব, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে সাধারণ স্পর্শক সংখ্যা একটিও নয়

#SPJ3

Similar questions