Physics, asked by khirodmondal5, 3 months ago

20> চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য লেখাে। (2)​

Answers

Answered by BoldTouch
8

বলরেখা বলতে মূলত আমরা কোনো বলক্ষেত্রে কিছু কাল্পনিক রেখাকে বুঝাই।বলরেখার মাধ্যমে ক্ষেত্রের দিক, প্রাবল্য ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

চৌম্বক বলরেখা (magnetic field lines) হলো চৌম্বক ক্ষেত্রের কাল্পনিক রেখা। চৌম্বক বলরেখা কে কিছুটা এভাবে ডেফাইন করা হয় - "কোনো চৌম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন উত্তর মেরু মুক্ত অবস্থায় স্থাপন করলে সেটি যেদিক পরিভ্রমণ করে তাকে চৌম্বক বলরেখা বলে"।

চৌম্বক বলরেখার মাধ্যমে চৌম্বক প্রাবল্য ও ক্ষেত্রের দিক বের করা যায়। চুম্বকের বাইরে এরা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিক ও চুম্বকের ভেতরে এরা দক্ষিণ থেকে উত্তর মেরুর দিক যায়।

 \\

Answered by amalendu25x
0

1) চৌম্বক বলরেখাগুলি চুম্বকের উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে শেষ হয়।

2) দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না।

3) এগুলি টান করা ফিতার মতো আচরণ করে, অর্থাৎ, তারা সর্বদাই দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চায়।

4) এরা সর্বদাই পরস্পরকে পার্শ্বীয়ভাবে বা দৈর্ঘ্যের লম্ব দিকে বিকর্ষণ করে।

5) এরা সর্বদাই অবিচ্ছিন্ন বা বদ্ধবক্র হয় এবং এই বক্রের যে-কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে।

Similar questions