একজন মহিলা 200 টাকার চাল কিনলো একটা দোকান থেকে ( বিক্রেতা কোনো লাভ না নিয়েই জিনিস টি বিক্রি করেছে ) । মহিলাটি দোকানি কে 1000 টাকার নোট দিলো। চাল বিক্রেতা পাশের দোকান থেকে খুচরা করে এনে মহিলাটিকে 800 টাকা ফেরত দিলো এবং নিজের কাছে 200 টাকা রেখে দিল । পরে পাশের দোকানি 1000 টাকার নোট টা নিয়ে এসে বিক্রেতা দোকানি কে বলল , এই নোট টা জাল । এই বলে তিনি জাল নোট ফেরৎ দিয়ে 1000 টাকার নোট ভালো নোট নিয়ে গেলেন। তাহলে চাল বিক্রেতার কত টাকা লোকসান হলো ?
Answers
Answered by
28
1000 ই উত্তর...কারণ পাশের দোকানির কাছ থেকে 1000 টাকা নিয়ে 1000 টাকা দিয়েছে।তাহলে ওখানে কোনো লাভ বা লোকসান হয় নি। লোকসান হলো ওই মহিলাকে 800 টাকা দিলো এবং 200 টাকার চাল। মোট লোকসান 800+200=1000
একদম সহজ। Manas Das
Similar questions