এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3,875 টাকার কাগজ কিনতে, 3,315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানাের জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্যমূল্য কত নির্ণয় করি ?
Answers
Answered by
1
প্রতিটি বইয়ের ধার্যমূল্য 6 টাকা |
Given:
বইয়ের পরিমাণ 2000 কপি
বইগুলির উৎপাদন ব্যয় 3875, 3315 ,810 টাকা
To find :
প্রতিটি বইয়ের ধার্যমূল্য কত নির্ণয় করি
Solution :
ধরি, প্রতি বইের ধার্যমুল্য = x টাকা
2000টি বইয়ের ধার্যমুল্য = 2000x টাকা
বইগুলির উৎপাদন ব্যয় = ( 3875+3315+810) = 8000 টাকা
২০% লাভে বিক্রয় মুল্য = { 8000 + ( 8000* 20/100) } টাকা
= ( 8000 + 1600) টাকা
= 9600 টাকা
20% ছাড়ে বিক্রয়মুল্য = { 2000x - ( 2000x * 20/100) } টাকা
= 2000x - 400x টাকা
1600x টাকা
শর্তানুসারে,
1600x = 9600
X = 9600/1600
X = 6
∴ প্রত্যেক বইয়ের ধার্যমুল্য 6 টাকা।
#SPJ1
Similar questions