Math, asked by mandalmrityunjay97, 11 months ago

এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3,875 টাকার কাগজ কিনতে, 3,315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানাের জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্যমূল্য কত নির্ণয় করি ?

Answers

Answered by SaurabhJacob
1

প্রতিটি বইয়ের ধার্যমূল্য 6 টাকা |

Given:

বইয়ের পরিমাণ 2000 কপি

বইগুলির উৎপাদন ব্যয় 3875, 3315 ,810 টাকা

To find :

প্রতিটি বইয়ের ধার্যমূল্য কত নির্ণয় করি

Solution :

ধরি, প্রতি বইের ধার্যমুল্য = x টাকা

2000টি বইয়ের ধার্যমুল্য = 2000x টাকা

বইগুলির উৎপাদন ব্যয় = ( 3875+3315+810) = 8000 টাকা

২০% লাভে বিক্রয় মুল্য = { 8000 + ( 8000* 20/100) } টাকা

= ( 8000 + 1600) টাকা

= 9600 টাকা

20% ছাড়ে বিক্রয়মুল্য = { 2000x - ( 2000x * 20/100) } টাকা

= 2000x - 400x টাকা

1600x টাকা

শর্তানুসারে,

1600x = 9600

X = 9600/1600

X = 6

∴ প্রত্যেক বইয়ের ধার্যমুল্য 6 টাকা।

#SPJ1

Similar questions