2011 সংখ্যাটিকে শূন্য এর স্থানীয় মান কতো ?
Answers
নির্ণয় করতে হবে:- ২০১১ সংখ্যাটিতে শূন্য এর স্থানীয় মান কত
সমাধান:- প্রশ্ন অনুসারে আমাদের নির্ণয় করতে হবে ২০১১ সংখ্যাটিতে 0 এর মান কত,
আমরা জানি,প্রতিটি সংখ্যার দুটি মান থাকে , প্রকৃত মান এবং স্থানীয় মান, এবং এ ক্ষেত্রে শূন্য এর প্রকৃত মান 0,
দুই বা ততােধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে একটি সংখ্যা লেখা হলে সংখ্যাটির সবথেকে ডান দিকে অবস্থিত অঙ্কটি তার নিজের স্থানীয় মান প্রকাশ করে । এবং ক্রমান্বয়ে এর বামে অবস্থিত দ্বিতীয় অঙ্কটি এর স্থানীয় মানের দশগুণ এবং তৃতীয় অঙ্কটি স্থানীয় মানের শতগুণ । অর্থাৎ কোনাে অঙ্ক এক এক স্থান করে বামদিকে সরে গেলে তার মান উত্তরােত্তর দশগুণ করে বৃদ্ধি পায় । তাই বলা যায় কোন সমীক্ষা অবস্থিত কোন অঙ্কের স্থানীয় মান তার অবস্থানের উপর নির্ভর করে। অর্থাৎ অনেকগুলো অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা এবং সংখ্যায় ব্যবহৃত কোনাে অঙ্ক অবস্থানের উপর নির্ভর করে যে মান প্রকাশ করে তাকে ঐ অঙ্কের স্থানীয় মান বলা হয় ।
আমরা জানি কোন সংখ্যার স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মটি হল
কোন সংখ্যার স্থানীয় মান= সেই সংখ্যা× উক্ত সংখ্যাটির মান
তাই এক্ষেত্রে 2011 সংখ্যাটির 0 এর স্থানীয় মান = 0×100=000=0
Step-by-step explanation:
Amon ekti char onker sonkha lekho jakea carder madhomea prokas korlea 4 ti hajarer card thakbea