জল সংকট 2019 প্রবন্ধ
Answers
• বিজ্ঞানের যুগে বসবাস করা মানুষ হাতের মুঠোয় পুরো পৃথিবীতে পেয়ে গিয়েছেন। কিন্তু বহু ক্ষেত্রেই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তা নিয়ে দ্বিধা সৃষ্টি হয় মনে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এমনই একটি বিষয় যা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে লক্ষ করা যায়। ভারতে 2019 সালে জলসংকট একটা অন্যতম মাত্রায় পৌঁছে গিয়েছিল। যার পিছনে অন্যতম প্রধান হিসেবে মানুষকেই দান করানো যায়। কোন মানুষের আবিষ্কৃত বিভিন্ন কলকারখানা এবং আরো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত জল ব্যবহারের কারণে জলের নিচে নামতে শুরু করেছেন। বিশ্ব উষ্ণায়ন আর জল সংকট একে অপরের সাথে সম্পর্কিত। 2019 সালে ভারতের দক্ষিণের কিছু রাজ্য এতটাই জল সংকটে পড়ে যে অন্য রাজ্য / বাইরের রাজ্য থেকে জল সরবরাহ করতে হয় । তাই সবার উচিত জলের মাত্রাতিরিক্ত ব্যবহার বন্ধ করা।সুস্থ সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের উচিত নিজের ব্যবহারের পর নিজের বাড়িতে ব্যবহৃত ট্যাপ কল বন্ধ করে রাখা এবং বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা। এই জল সঞ্চয় দ্বারা বিপুল পরিমাণে জল সংকট রোধ করা সম্ভব হবে। সর্বোপরি মানুষ সতর্ক হতে পারলে ভবিষ্যতে আর কোনদিন জনসংখ্যা আসবেনা। তাই আমাদের সবার উচিত সার্বিকভাবে এই জল সংকট রোধ করার প্রচেষ্টায় শামিল হওয়া।