একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিকসহ এক
প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করল। কিন্তু 13 দিন পরে ওঠ
জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করল এবং জাহাজটির গতিবেগ
বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছােল। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে
ওই মজুত খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছােতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে
যাবে। ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি।
Answers
Answered by
0
Step-by-step explanation:
একটি যন্ত্রের কার্যক্ষ্মতা E, `y^2`- এর সঙ্গে সরলভেদে এবং Z3`-এর সঙ্গে ব্যস্তভেদে আছে । কোনো যন্ত্রের E=1 ধরা হয়, যখন y = 6 এবং z = 27 । পরবর্তী সময়ে দেখা গেল y = 4 এবং z = 8 । তাহলে ওই সময়ে যন্ত্রটির কার্যক্ষমতা কী পরিমাণ হ্রাস পেল তা শতকরা হিসাবে নির্ণয় করো ।
Similar questions