ঘনকের পার্শ্ব তলের ক্ষেত্রফল 256 আয়তন কত হবে
Answers
Answered by
9
4a^2=256 therefore ,a=8. thus , volume =a^3=512
Answered by
11
প্রদত্ত : ঘনকের পার্শ্ব তলের ক্ষেত্রফল 256 বর্গএকক
নির্ণেয় : ঘনকের আয়তন।
সমাধান :
ঘনকের আয়তন হল 512 ঘনএকক।
ধরি, ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য = a একক
এখন,
ঘনকের পার্শ্ব তলের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী, একটি ঘনকের পার্শ্ব তলের ক্ষেত্রফল হবে = 4 × (একটি বাহুর দৈর্ঘ্য)² = 4a² বর্গএকক
আবার, প্রশ্নে প্রদত্ত তথ্য অনুযায়ী :
4a² = 256
a² = 256/4
a² = 64
a = √64
a = 8
(এই a-এর মান হল আসলে উক্ত ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য)
অর্থাৎ, ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য = 8 একক
এখন,
ঘনকের আয়তনের সূত্র অনুযায়ী ঘনকটির আয়তন হবে = (বাহুর দৈর্ঘ্য)³ = (8)³ = 512 ঘনএকক
অতএব, ঘনকের আয়তন হল 512 ঘনএকক।
Similar questions