27 ডিগ্রি উষ্ণতায় 95 সেমি চাপে 22 গ্রাম co2 এর আয়তন কত?
Answers
Explanation:
অধ্যায় MCQ (1 নম্বর) গ্রূপ-A VSA(2 নম্বর) গ্রূপ-B SA (2 নম্বর) গ্রূপ-C& SA (3 নম্বর) গ্রূপ-C মোট
পরিবেশের জন্য ভাবনা 1x1
=1 2x1
=2 1x2
=2 1x3বয়েলের সূত্র অনুযায়ী PV বনাম P লেখচিত্র আঁকো ।
২. কখন বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের আচরণ করে?
উত্তর: অতি নিম্ন চাপ ও উচ্চতায় বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের আচরণ করে।
৩. গ্যাসের একটি ধর্ম লেখ।
সংকোচনশীলতা হলো গ্যাসের একটি ধর্ম
৪. পরমশূন্য উষ্ণতার মান কত?
পরমশূন্য উষ্ণতার মান 0 কেলভিন (0K) বা -২৭৩ ডিগ্রি সেলসিয়াস।
৫. শুষ্ক বাতাসের চেয়ে আর্দ্র বায়ু হালকা না ভারী হয়?
উত্তর: শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়
৬. একটি বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠে এলে আয়তন এর কি পরিবর্তন হয়?
উত্তর: বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠে এলে আয়তন বৃদ্ধি পায়।
৭. R এর একক লেখ
উত্তর: J mol-1K-1
৮. কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র রৈখিক হয়না?
উত্তর: চাপ বনাম আয়তনের লেখচিত্র রৈখিক হয়না।
৯. কোন উষ্ণতায় গ্যাসের অনুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায় ?
উত্তর: -273 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের অনুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায়।
১০. STP তে কোন গ্যাসের মোলার আয়তন কত?
উত্তর: STP তে গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার
১১. এস আই পদ্ধতিতে R এর মান কত ?
উত্তর: ৮.৩১৪
১২. গ্যাসের অনুগুলির গড় গতিশক্তি ও পরম উষ্ণতার সাথে সম্পর্ক কি?
উত্তর: গ্যাসের অনুগুলির গড় গতিশক্তি পরম উষ্ণতা সমানুপাতিক
১৩. চার্লস ও বয়েলের সূত্রের সাধারন ধ্রুবক রাশি কি ?
উত্তর: চার্লস ও বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবক হলো ভর
১৪. এক মোল আদর্শ গ্যাসের সমীকরণটি লেখ
উত্তর: PV=RT
১৫. কোন স্কেলের তাপমাত্রার মান কখনোই ঋণাত্মক হয় না ?
উত্তর: উষ্ণতার পরম স্কেলে অর্থাৎ কেলভিন স্কেলের তাপমাত্রার মান কখনোই ঋণাত্মক হয় না ।
১৬. চার্লসের সূত্রের আয়তন বনাম উষ্ণতার লেখচিত্র কেমন ?
উত্তর: চার্লসের সূত্রে উষ্ণতা বনাম আয়তনের লেখচিত্র টি সরলরৈখিক।
১৭. 18ml জলের অনুর সংখ্যা কত ?
উত্তর: 18ml জলে অনুর সংখ্যা 6.0 22 ×10^23 ।
১৮. গ্যাসের অনুর গতিশক্তি সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কি ?
উত্তর: গ্যাসের অনুর গতিশক্তি সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক হল সমানুপাতিক ।
১৯. 30 ডিগ্রী সেলসিয়াস ও 300 কেলভিন এর মধ্যে কোনটি বড় ?
উত্তর: 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিন এর মধ্যে 300 কেলভিন বড়।
২০. কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কেলভিন স্কেলে ওই বৃদ্ধির পরিমাণ কত ?
উত্তর: কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে ২১. কেলভিন স্কেলে ওই বৃদ্ধির পরিমাণ এক কেলভিন
উত্তর: ১ মোল অক্সিজেন ও ১ মোল নাইট্রোজেন এর মধ্যে কোনটির ভর বেশি ? যুক্তি দাও।
এক মোল অক্সিজেনের ভর 32 গ্রাম এবং এক মোল নাইট্রোজেনের ভর 28 গ্রাম অর্থাৎ 1 মোল অক্সিজেন এর ভর বেশি।
২২. একটি গ্যাসীয় মৌলের নাম লেখ যার অণু ও পরমাণু সমার্থক ।
উত্তর: হিলিয়াম এর অণু ও পরমাণু সমার্থক ।
২৩. সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই উষ্ণতার মান যথাক্রমে t ডিগ্রি সেলসিয়াস ও Tকেলভিন হলে তাদের মধ্যে সম্পর্ক কি
উত্তর: T=২৭৩+t
২৪. বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ও আয়তন এর মধ্যে সম্পর্ক কি ?
উত্তর: বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ও আয়তন পরস্পরের সঙ্গে ব্যাস্ত সম্পর্কযুক্ত।
২৫. আদর্শ গ্যাস কাকে বলে
উত্তর: যে সমস্ত গ্যাস যে কোনো চাপ ও উষ্ণতায় বয়েল ও চার্লসের সমন্বিত সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে।
২৬. কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ