Science, asked by abdulaziz29846, 3 months ago

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধনী প্রশ্নাবলি।
[প্রতিটি প্রশ্নের মান-3]
1. প্রাথমিক ও লব্ধ একক কী? প্রত্যেক ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। 2. কোন ভৌতরাশির S। একক নিউটন ? একটি এককবিহীন
ভৌত রাশির উদাহরণ দাও। বেগ-এর মাত্রা লেখাে। 3. জলে অদ্রাব্য কোনাে কঠিন বস্তুর ঘনত্ব মাপক চোং এবং তুলাযন্ত্রের সাহায্যে
কীভাবে নির্ণয় করা যায় . (a) একটি বালকের 100 মিটার দৌড়াতে কত সময় লাগে ও (b) কোনাে চায়ের কাপে কত পরিমাণ চা
আছে তুমি কীভাবে পরিমাপ করবে? 5. পরিমাপের তিনটি মূল SI এককের নাম লেখাে। 6. ভেক্টর রাশির সংজ্ঞা লেখাে। উদাহরণ দাও ।
. একটি মাপক চোঙের 1mL দাগের মধ্যে 5টি ঘর আছে। এর সাহায্যে কোনাে বস্তুর আয়তন পরিমাপ করে 20 cc পাওয়া গেলে বস্তুটির আয়তন
পরিমাপে শতকরা ত্রুটি কত হবে? [উত্তরঃ 1%] , একটি ব্যাকটিরিয়ার আকার 0.5 411 মিটার দৈর্ঘ্যে এইরূপ কতগুলি ব্যাকটিরিয়া থাকতে
পারবে? (উত্তরঃ 2 x 105] একটি স্টপ ওয়াচে 0 এবং 10 সেকেন্ড দাগের মধ্যে 20টি ঘর আছে। ঘড়িটির লঘিষ্ঠ ধ্রুবককত? (উত্তর ঃ 0.5 সেকেন্ড]
. কিলােগ্রামের থেকে বড়াে এমন দুটি এককের নাম লেখাে এবং এরা কিলােগ্রামের সঙ্গে কীরকমভাবে সম্পর্কযুক্ত তা লেখাে। 11, মাপনি
চোঙের সাহায্যে জল অপেক্ষা হালকা এমন কোনাে বস্তুর আয়তন কীভাবে পরিমাপ করবে ব্যাখ্যা করাে। 12. ভালাে তুলাযন্ত্রের আবশ্যকীয়
গুণগুলি লেখো। 13. একটি কর্কের টুকরাের আয়তন পরিমাপ করতে গিয়ে দেখা গেল, মাপক চোঙে জলের প্রাথমিক লেভেল 20.3 mL/
একটি লােহার টুকরাে জলে নিমজ্জিত করায় জলের লেভেল 25.6 mL দাগ পর্যন্ত ওঠে। আবার কর্কের টুকরােটিকে লােহার টুকরাের সঙ্গে
বেঁধে জলে নিমজ্জিত করলে জলের লেভেল 28.1 ml দাগ পর্যন্ত ওঠে। লােহার টুকরাের আয়তন এবং কর্কের টুকরাের আয়তন নির্ণয়
করাে। [উত্তর ঃ 5.3 cc এবং 2.5 cc] 14, সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কোনাে একটি বস্তুর ভর পরিমাপ করবে কীভাবে ব্যাখ্যা করাে।
18, জলে দ্রবীভূত হয় এমন কোনাে কঠিন পদার্থের আয়তন কীভাবে মাপক চোঙের সাহায্যে পরিমাপ করা যায় ব্যাখ্যা করাে। 16. সাধারণ
কেলের সাহায্যে কীভাবে একটি পাতলা কাগজের বেধ নির্ণয় করা যায় বুঝিয়ে লেখাে।​

Answers

Answered by agnijitmondol
1

Answer:

একটি বালকের 100 মিটার দৌড়াতে কত সময় লাগে?

Answered by lakshmukherjee
0

Answer:

my question answer please

Similar questions