Math, asked by omkar29101, 20 days ago

3. (1) পাশের চিত্রের আকারের একটি কাগজকে ফুটকি বরাবর ভাঁজ করলে যে ঘন বস্তুটি পাওয়া যায় তার নাম কী ? | { (ii) ঐ ঘনবস্তুটির তলসংখ্যা লেখাে। 4. (i) তােমার বাড়ির মেঝের উপরিতলটির একটি চিত্র এঁকে দেখাও ? (ii) তােমার খেলার বলটি এঁকে তার উপরের তলটি কীরূপ তা লেখাে। (iii) একটি নিরেট অর্ধগােলক এঁকে তার তলসংখ্যা লেখাে।​

Answers

Answered by Rohanverma7934
1

Answer:

i guess it is tamil

pls mark as brainliest

Answered by putulsamanta58lcom
0

Step-by-step explanation:

মাফ করবেন কিন্তু এখানে চিএটি কোথায়?

4.(i) আমার বাড়ির মেঝের উপরিতল হল সমতল।

চিএ টি হবে , -------------— ঠিক এরকমই হবে ।

(ii) দয়া করে খেলনার বলটা আঁকে নেবেন। বলটির উপরিতল হল বক্রতল।

(iii) নিরেট অর্ধ গোলক একে নেবেন প্লিজ। এই অর্ধগোলকের চলো সংখ্যা হবে দুটি একটি সমতল ও একটি বক্রতল।

I hope you are understand

please mark me as the brainlist

thank you

Similar questions