Math, asked by puspendumondal882, 9 months ago

3। দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5এবং 6: 10, কোনটি বেশি মিষ্টি হিসাব করে লেখাে।​

Answers

Answered by Anonymous
9

প্রদত্ত,

দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6: 10।

নির্ণেয়,

কোন শরবত বেশি মিষ্টি।

সমাধান,

এই গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্য আমাদের কোন শরবতে সিরাপের আনুপাতিক পরিমাণ বেশি আছে তা নির্ণয় করতে হবে।

প্রথম শরবতে 2:5 অনুপাতে সিরাপ ও জল আছে,অর্থাৎ 5 ভাগ জলে 2 ভাগ সিরাপ আছে।

দ্বিতীয় শরবতে 6:10 অনুপাতে অথবা 3:5 (লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই) অনুপাতে সিরাপ ও জল আছে,অর্থাৎ 5 ভাগ জলে 3 ভাগ সিরাপ আছে।

এতদ্বারা,জানতে পারলাম যে দ্বিতীয় শরবতে সিরাপের পরিমাণ বেশি।

অতএব,দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি।

Similar questions