Math, asked by skjamiruddin189, 11 months ago

একটি খনিতে একটি লিফট 3 মিনিটে 24 মিটার নীচে নামে। লিফটটা যদি সমবেগে চলে তবে লিফটটা 6 মিনিটে কত মিটার
নীচে থাকবে? ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নীচে
থাকবে?​

Answers

Answered by Swarup1998
32

মডেল অ্যাক্টিভিটি টাস্ক (সপ্তম শ্রেণি)

সঠিক প্রশ্ন: প্রথম সময়টি 8 মিনিট হবে।

  • লিফ্টটি 8 মিনিটে 24 মিটার নীচে নামে
  • লিফ্টটি 1 মিনিটে (24 ÷ 8) = 3 মিটার নীচে নামে
  • লিফ্টটি 6 মিনিটে (3 × 6) = 18 মিটার নীচে নামবে।
  • উত্তর: লিফ্টটা যদি সমবেগে চলে তবে লিফ্টটা 6 মিনিটে 18 মিটার নীচে থাকবে।

  • লিফ্টটি 1 মিনিটে 3 মিটার নীচে নামে
  • লিফ্টটি 70 মিনিটে নীচে নামবে (3 × 70) = 210 মিটার।
  • উত্তর: অতএব, 70 মিনিটে লিফ্টটি ভূমির (210 - 10) = 200 মিটার নীচে থাকবে।

Read more on Brainly.in

1. নীচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও: কোনাে অনুপাতের পূর্বপদ < উত্তরপদ হলে, অনুপাতটি হবে (a) গুরু অনুপাত (b) লঘ...

- https://brainly.in/question/19392312

Similar questions