Art, asked by towkirpercy500, 3 months ago

বিষয়ের নাম
বাংলা-১ (বিষয় কোড-৮১১১১)
: এইচএসসি (ভোকেশনাল)
অধ্যায় ও বিষয়বস্তু
শিরােনাম
দ্য : আমার পথ


3.
এসাইনমেন্ট/নির্ধারিত কাজ
১। একদিকে স্বার্থ, আরেক দিকে প্রেম, একদিকে প্রবৃত্তি, আরেক দিকে নিবৃত্ত। সেই দোলায়মান অবস্থায় এই
দ্বন্দ্বের ম। ঝখানেই যা সৌন্দর্যকে ফুটিয়ে তুলে, যা ঐক্যের আদর্শ রক্ষা করে, তাকেই বলি মঙ্গল।
(ক) লেখক কাকে সালাম ও নমস্কার জানিয়েছেন?
(খ) স্পষ্ট কথা বলায় একটা অবিনয় থাকে কেন?
(গ) উদ্দীপকে ‘আমার পথ' প্রবন্ধের সম্পূর্ণ ভাব প্রকাশ প্রকাশ করে কী? ব্যাখ্যা কর।
(ছ। যা ঐক্যের আদর্শ রক্ষা করে, তাকেই বলি মঙ্গল’- উক্তিটি আমার পথ' প্রবন্ধের আলােকে বিশ্লেষণ কর।
পদ : আমি
২। কবিরা গােলাপের মত সুন্দর-সুন্দর কথা বলেন, চাঁদের মত স্বপ্ন দেখেন। কবির শব্দ দিয়ে লিখেন নানান
কি? বদন্তির কথা বলছি
রকমের কবিতা। কখনাে তারা খুব হাসির কথা বলেন। কখনাে বলেন কান্নার কথা।
(ক) কিংবদন্তি' শব্দের অর্থ কী?
(খ) “আমরা কি তার মত কবিতার কথা বলতে পারবাে” _চরণটির অর্থ ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকটি “আমি কিংবদন্তির কথা বলছি” কবিতার কোন বিষয়টির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
(ঘ) “আমি কিংবদন্তির কথা বলছি” কবিতার অন্তর্নিহিত তাৎপর্য উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।' _ মন্তব্যটির
যথার্থতা প্রমাণ কর।
৩। 'লালসালু' কু-সংস্কারাচ্ছন্ন ধর্মবােধের প্রতীক, অন্ধ ধর্মাচ্ছন্নতার প্রতীক। তারপরও অসহায় দুর্বল মানুষের
পন্যাস : লালসালু মানসিক সান্ত্বনার শেষ আশ্রয়স্থল হল মাজার। তাই ভন্ড প্রতারক ধর্মব্যবসায়ীরা এ সংস্কৃতিকে টিকিয়ে রেখেছে।
লালসালুর দৌরাত্ম্যে শোষিত ও নিঃস্ব হচ্ছে সরল অন্ধবিশ্বাসী সাধারণ মনুষ। কেননা তাদের সচেতন তর উৎস
কি পড়ে আছে লনসাল অলৌকিক শক্তির কাছে
ক) ধলামিয়া কেমন ধরনের মানুষ ছিল?
(খ) মজিদের মন কদিন ধরে থম থম করে কেন?
(গ) উদ্দীপকের সাথে ‘লালসালু উপন্যাসের সাদৃশ্য ব্যাখ্যা কর।
(ঘ) লালসালু উপন্যাসের মূল ভাব উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। এ বিষয়ে তােমার মতামত বিশ্লেষণ কর।​


sadhinmiya1: Ans koi?

Answers

Answered by aashishchandreliya
0

Answer:

500 se jyada kar aap kuchh boliye mat

Similar questions