3. ধীর গতিসম্পন্ন বিরাট বরফের স্তৃপকে
Answers
Answered by
0
ধীর গতিসম্পন্ন বিরাট বরফের স্তৃপকে হিমবাহ বলে |
- হিমবাহ হল আসলে বরফের একটি বিশাল চলমান স্তুপ বা নদী।
- সাধারণভাবে পার্বত্য অঞ্চলে শীতকালীন সময় তুষারের হার যদি গরমকালে গলনের হার বেশি হয়, তখন পাহাড়ের উপরে তুষার জমতে শুরু হতে থাকে এবং জমা হয়ে শক্ত বরফে পরিণত হয়। তখন এই জমা বরফ নিজের ওজনের ভারে এবং মাধ্যাকর্ষণের টানে ধীরগতিতে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে শুরু করে, তাকে হিমবাহ বলে।
- এই জমা বরফ খুব পুরু হয় এবং এর নিম্নগতি এতই ধীর হয় যে তাকে স্থির বলেই মনে হয়।
- ভারতের উত্তরের দিকে পাকিস্তানের ভিতর কারাকোরাম পর্বতমালাতে অবস্থিত গ্রেট বালটোরা হল পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। এর দৈর্ঘ্য ৫৮ কিলোমিটার এবং হিমালয়ের এভারেস্ট শৃঙ্গের কাছে রংবুক ও কাশৃঙ্গ হিমবাহ অবস্থিত।
#SPJ1
Similar questions
Business Studies,
2 months ago
Math,
2 months ago
Math,
4 months ago
Science,
10 months ago
Math,
10 months ago