- 3 নীচের প্রশ্নগুলির উত্তর দাও : ‘ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। - ‘মরশুমের দিনে’ গদ্যাংশ অনুসরণে সেই দৃশ্য বর্ণনা করো।
Answers
Answer:.৩ ‘মন ভালো করা' কবিতায় কবি রোদ্দুরকে কীসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তরঃ- শক্তি চট্টোপাধ্যায় রচিত ‘মন ভালো করা' কবিতায় কবি রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের সঙ্গে তুলনা করেছেন।
Explanation:
'মরশুমের দিনে' গল্পটিতে কবি সুভাষ মুখােপাধ্যায় ধান কাটার পর ফসলের জমির যে দৃশ্য দেখা যায় টার বর্ণনা করেছেন। চাষের জমিতে যতদূর নজর যায় চোখে পড়ে শুধু শুকনাে মাটি ও তার ফুটি ফাটা চেহারা। চাষের জমির আল গুলিকে বুকের পাঁজরের মত দেখতে লাগছে।সূর্যের লাল চোখ এর দিকে তাকানাে যায় না। শুকনো মাটি গুঁড়াে হয়ে রাস্তা ধুলোয়ে ভরে গেছে আর সেই ধুলাে হাওয়ায় উড়ে এসে চোখ মুখে ভরে যায়। বেলা বাড়তেই সূর্যের প্রখর তাপে মাটি গরম হয়ে ওঠে আর সেই কারনে মাঠের চাষিরা তাড়াতাড়ি বাড়ি চলে যায় । পুকুর খাল বিল নদী সব শুকিয়ে যায়, কোথাও এক ফোঁটা জল থাকে না। জলের অভাবে গাছের পাতা শুকিয়ে যায়। সূর্যের আগুনের ঝলকায় শুধু চারিদিকে করুন দৃশ্য।