Geography, asked by 9641204464, 1 day ago

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : 5X5=25 i) নদীর উচ্চগতিতে সৃষ্ট বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি আলােচনা করাে। ii) হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ গুলি কি কি? উদাহরণ ও চিত্রসহ লেখ। iii) মরু অঞ্চলের প্রসারনের সম্ভাব্য কারনগুলি কি কি? এর প্রতিরােধের কি কোন উপায় আছে? iv) ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকসমূহ কি কি ? v)









ভারতের দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে যা জান লেখাে ?

Answers

Answered by manjulavarma234
0

Answer:

ও বায়ুর কাজ (Work of Rivers, Glaciers and Winds)

প্রশ্ন:- নদী (River) কাকে বলে ?

উত্তর:- বৃষ্টির জল, তুষার-গলা জল, হ্রদ বা ঝর্ণার জল ভূমির ঢাল অনুসারে গড়িয়ে এসে স্বাভাবিক যে জলধারা বা জলস্রোতের সৃষ্টি করে তাকে নদী বলে ।

প্রশ্ন:- শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর গঠিত নদী উপত্যকাকে কী বলে ?

উত্তর:- শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর গঠিত নদী উপত্যকাকে ক্যানিয়ন (Canyon) বলে ।

প্রশ্ন:- একটি পৃথিবী বিখ্যাত ক্যানিয়নের (Canyon) নাম কী ?

উত্তর:- উত্তর আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন একটি পৃথিবী বিখ্যাত ক্যানিয়ন ।

প্রশ্ন:- পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ (Delta) কোনটি ?

উত্তর:- পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হল গঙ্গা নদীর মোহনা ।

প্রশ্ন:- সঞ্চয় কাজ সর্বাধিক হয় নদীর কোন গতিতে ?

উত্তর:- সঞ্চয় কাজ সর্বাধিক হয় নদীর নিম্নগতিতে ।

প্রশ্ন:- ড্রামলীন (Drumlin) কী ?

উত্তর:- ড্রামলীন (Drumlin) হল হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট একপ্রকার ভূমিরূপ । ভূ-পৃষ্ঠের ওপর এদের দেখতে অনেকটা উলটানো চামচের মত ।

প্রশ্ন:- হিমবাহ কী ?

উত্তর:- চলমান বরফের স্তুপকে হিমবাহ (Glacier) বলে ।

প্রশ্ন:- ধ্রিয়ান কী ?

উত্তর:- চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে ।

প্রশ্ন:- গিরিখাত কাকে বলে ?

উত্তর:- নদী উপত্যকা গভীর হলে তাকে গিরিখাত বলে ।

প্রশ্ন:- নদীর কোন স্থলে পলিশঙ্কু গঠিত হয় ?

উত্তর:- নদীর উচ্চ ও মধ্যগতির সংযোগ স্থলে পলিশঙ্কু গঠিত হয় ।

প্রশ্ন:- রসে মোতানে (Roche Moutonne) কী ?

উত্তর:- রসে মোতানে (Roche Moutonne) হল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একপ্রকার ভূমিরূপ ।

প্রশ্ন:- বায়ুপ্রবাহের দ্বারা সুক্ষ্ম বালিকণা বহুদুরে বাহিত ও সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে কী বলে ?

উত্তর:- বায়ুপ্রবাহের দ্বারা সুক্ষ্ম বালিকণা বহুদুরে বাহিত ও সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে লোয়েস (Loess) বলে ।

Similar questions