Math, asked by rbadyakar381, 2 days ago

দুইজন ব্যক্তি একইদিকে যথাক্রমে 3 কিমি/ঘণ্টা ও 6 কিমি/ঘণ্টা বেগে (speed) হাঁটছিলেন। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে (respectively) 9 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম (cross) করে। ট্রেনটির বেগ (speed) কত?​

Answers

Answered by sahanazhussain05
0

Answer:

33 কিমি প্রতি ঘন্টা

Step-by-step explanation:

প্রদত্ত:

দু'জন ব্যক্তির বেগ 3 কিমি/ঘন্টা এবং 6 কিমি / ঘন্টা

একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম

অনুসৃত ধারণা:

যখন দুটি বস্তু একই দিকে থাকে তখন আপেক্ষিক বেগ = তাদের বেগের পার্থক্য

গণনা:

1ম ব্যক্তির বেগ = 3 কিমি / ঘন্টা = 3 × 5/18 = 5/6 মিটার / সেকেন্ড

2য় ব্যক্তির বেগ= 6 কিমি / ঘন্টা = 6 × 5/18 = 5/3 মিটার / সেকেন্ড

ট্রেনটি পিছন থেকে দুটি ব্যক্তিকে অতিক্রম করেছে যার অর্থ দু'জন ব্যক্তি এবং ট্রেন একই দিকে চলছে

ধরা যাক ট্রেনটির বেগ x মিটার/ সেকেন্ড

1ম ক্ষেত্রে আপেক্ষিক বেগ (x - 5/6) মিটার / সেকেন্ড [ট্রেনের বেগ মানুষের চেয়ে বেশি]

2য় ক্ষেত্রে আপেক্ষিক বেগ (x - 5/3) মিটার / সেকেন্ড

তদানুসারে,

9 × (x - 5/6) = 10 × (x - 5/3)

⇒ 9x - 15/2 = 10x - 50/3

⇒ x = 50/3 - 15/2

⇒ x = (100 - 45)/6 = 55/6 মিটার/সেকেন্ড

⇒ (55/6) × (18/5) কিমি/ঘন্টা

⇒ 33 কিমি/ঘন্টা

∴ ট্রেনের বেগ 33 কিমি/ঘন্টা

Similar questions