History, asked by dasamita440, 1 month ago

3. ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয়- (a) ১৭৭০ খ্রিস্টাব্দে (b) ১৭৭১ খ্রিস্টাব্দে (c) ১৭৭২ খ্রিস্টাব্দে (d) ১৭৭৩ খ্রিস্টাব্দে

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
1

ইজারাদারি বন্দোবস্ত বা পাঁচসালা বন্দোবস্ত চালু হয় 1772 সালে ৷

Answered by BiswajitBlueHeart
1

গভর্নর-জেনারেল ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য ১৭৭২ খ্রিস্টাব্দে একটি ভ্রাম্যমাণ কমিটি গঠন করেন। যে ইজারাদার কোম্পানিকে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে রাজি হত, এই ভ্রাম্যমাণ কমিটি তাকে পাঁচ বছরের জন্য জমি বন্দোবস্ত প্রদান করত। পুরােনাে জমিদার সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে অক্ষম হলে, তিনি জমিদারি হারাতেন। এই ব্যবস্থা ইজারাদারি ব্যবস্থা বা ‘পাঁচসালা বন্দোবস্ত নামে পরিচিত। এই ব্যবস্থায় রাজস্ব-সংক্রান্ত বিষয়ের দায়িত্বপ্রাপ্ত পূর্বতন সুপারভাইজারদের তিনি নতুন নামকরণ করেন 'কালেক্টর', যারা জেলার রাজস্ব আদায়, বিচার ও শাসন পরিচালনার দায়িত্ব পালন করত ।

Similar questions