Biology, asked by jpintu157, 1 month ago

সংক্ষিপ্ত উত্তর দাও :- 31) ইলেকট্রন তত্ত্বের সাহায্যে জারন ও বিজারন দেখাও ও জারক ও বিজারক পদার্থ সনাক্ত কর - 2Fe3+ + Sn2+ → 2Fe2+ + Sn4+ (2) তােমার ভর কত ও ভার কত ? বিভাগ - ‘খ’ (জীবন বিজ্ঞান) [12] দু-এক কথায় উত্তর দাও ঃ- 1X3= 4.1) ইলেকট্রন অনুবীক্ষন যন্ত্রে বস্তুকে কতগুন বড় করে দেখা যায় ? 4.2) কম্বাইন হারভেস্টার কী ? [Turn ৫ ৩ ০ ০ ৫ (?ৈ তা ছ_ % (২৫?​

Answers

Answered by DEBOBROTABHATTACHARY
0

ইলেকট্রনীয় মতবাদ [Electronic theory]:-

পরমাণু সমূহের রাসায়নিক বিক্রিয়াকালে বিক্রিয়ায় অংশ নেয় এদের কিছু ইলেকট্রন । জারণ ও বিজারণও যেহেতু এই ধরনের এক প্রকার রাসায়নিক বিক্রিয়া; সুতরাং, স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে আসা যায়, জারণ ও বিজারণ বিক্রিয়াতে ক্রিয়াশীল পদার্থের ইলেকট্রনগুলিই অংশ নেয় । এই ধারণার ভিত্তিতেই গড়ে উঠেছে জারণ-বিজারণ সম্পর্কিত ইলেকট্রনীয় মতবাদ ।

জারণ (Oxidation)

যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে । জারণেরঅর্থ ইলেকট্রন ত্যাগ ।

যেমন— Na পরমাণু বাইরের কক্ষের একটি ইলেকট্রন ত্যাগ করে Na+ আয়নে পরিণত হয় । এখানে Na পরমাণুটি একটি ইলেকট্রন ত্যাগ করায় ওর জারণ হল (এক একক পরাচার্জবাহী সোডিয়াম আয়ন হয়েছে) । Na - le → Na+ (জারণ) ।

বিজারণ (eduction)

যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে । বিজারণের অর্থ ইলেকট্রন গ্রহণ ।

যেমন— Cu++ আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে Cu -এ পরিণত হয়, এখানে Cu++ আয়নের বিজারণ হল । Cu++ + 2e → (ধাতব) Cu (বিজারণ)

■ 2Fe3+ + Sn2+ → 2Fe2+ + Sn4+

এই বিক্রিয়ায়

● Sn2+ জারিত হয়ে Sn4+ উৎপন্ন করেছে।

● 2Fe3+ বিজারিত হয়ে 2Fe2+ উৎপন্ন করেছে।

■■

কোন বস্তুর মধ্যে যে পরিমাণ জড়পদার্থ থাকে তাকে বস্তুর ভর বলে। (m)

কোন বস্তুর ওপর অভিকর্ষীয় ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানকে ওজন বা ভার বলে।

কোন বস্তুর ভর m এবং পৃথিবীর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণ g হলে ঐ স্থানে বস্তুর ওজন হবে, [w = m.g]

■■■

ইলেকট্রন অনুবীক্ষন যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে প্রায় ১০০ থেকে ৪০০০০০০ গুন বড় করে দেখা যায়।

■■■■

কম্বাইন হারভেস্টার একটি উচ্চ প্রযুক্তির নলেজ বেইজড মেশিন যা আধুনিক পদ্ধতিতে চাষ করতে ব্যবহার করা হয়।

Similar questions