32140 সং্যাটিতে 2-এর স্থানীয় মান কী
Answers
Answered by
0
Answer:
2 এর স্থানীয় মান 2000
Step-by-step explanation:
প্রদত্ত,
মূল সংখ্যাটি হলাে = 32140
নির্ণেয়,
প্রদত্ত সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান নির্ণয় করা।
সমাধান,
প্রথমে আমাদের দেখতে হবে যে বামদিক থেকে শুরু
করে উল্লেখিত অংকটি প্রদত্ত সংখ্যার কত নম্বর অঙ্কের
স্থানে অবস্থিত রয়েছে।
এখানে 2 অঙ্কটি বামদিক থেকে শুরু করে প্রদত্ত সংখ্যা
চতুর্থ নম্বর স্থানে অবস্থিত রয়েছে, অর্থাৎ 2 অঙ্কটি
হাজারের স্থানে অবস্থিত রয়েছে।
এখন হাজারের স্থানে অবস্থিত কোন অঙ্কের স্থানীয় মান
= অঙ্ক x 1000 = 2 x 1000 = 2000
অতএব,উল্লিখিত অঙ্কের স্থানীয় মান হলাে 2000
Similar questions