একটি সমতল আয়নার তলের সঙ্গে 35° কোণে আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে ??
Answers
Explanation:
Q1. Translated in English
What will be the value of the angle of reflection if light beams at an angle of 35 degree to the surface of a plane mirror?
Answer As we all know angle of reflection = angle of incidence so
angle I = angle r = 35°
Q1. মধ্যে অনুবাদ করা হয়েছে
একটি সমতল আয়নার তলের সঙ্গে 35° কোণে আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে ??
উত্তর যেমন আমরা সবাই জানি প্রতিফলন কোণ = ঘটনা কোণ তাই
কোণ I = কোণ r = 35°
প্রদত্ত,
সমতল আয়না নেওয়া হয়েছে এইক্ষেত্রে।
আপতিত আলোকরশ্মির আপতন কোণের মান = 35°
নির্ণেয়,
আপতিত আলোকরশ্মি প্রতিফলন কোণের মান।
সমাধান,
আমরা প্রদত্ত সমস্যাটি নিম্নলিখিত উপায়ে সহজেই সমাধান করতে পারি।
প্রথমেই আমাদের আপতন কোণের মান নির্ণয় করতে হবে।
আপতন কোণের মান = 90° - আপতিত আলোকরশ্মি আয়নার তলের সাথে যে কোণ উৎপন্ন করে = 90°-35° = 55°
কোন প্রতিফলনের সূত্র অনুযায়ী আমরা জানি যে,
আপতন কোণের মান = প্রতিফলন কোণের মান
যেহেতু,
আপতন কোণের মান = 55°
তাই,
প্রতিফলন কোণের মান = 55°
অতএব,প্রতিফলন কোণের মান হবে 55°