Physics, asked by rajr13438, 2 months ago

36 গ্রাম জলের তড়িৎ বিশ্লেষণে NTPতে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ​

Answers

Answered by deveshkumar9563
0

Explanation:

জলের তড়িৎ-বিশ্লেষণ (Electrolysis of Water)

 

বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী, কিন্তু সামান্য অ্যাসিড কিংবা ক্ষার জলে মেশালে ওই জল তড়িতের সুপরিবাহী হয় । এর কারণ হল বিশুদ্ধ জলে খুব কম সংখ্যক অণু H+ এবং OH-  আয়নে বিশ্লেষিত অবস্থায় থাকে । ওই জলে সামান্য অ্যাসিড কিংবা ক্ষার যোগ করলে এদের আয়ন বিশ্লেষণের ফলে ওই জলের বিয়োজন মাত্রা বেড়ে যায়, তার ফলে জলের তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়ে এবং তখনই তড়িৎ পরিবহন করে ।

H2SO4⇌2H++SO=4;H2O⇌H++OH−H2SO4⇌2H++SO4=;H2O⇌H++OH−

☼ ভোল্টামিটারের বর্ণনা:- জলের তড়িৎ বিশ্লেষণের জন্য একটি কাচপাত্র ব্যবহার করা হয় । কাচপাত্রের তলদেশটি রবারের কর্ক দ্বারা বন্ধ করা থাকে । এই কর্কের মধ্য দিয়ে দুটি প্ল্যাটিনামের তার পাত্রের ভিতর প্রবেশ করিয়ে, পাত্রের ভিতরে তার দুটির প্রান্তে প্ল্যাটিনাম পাত যুক্ত করা হয় ।

Similar questions