4. তুমি লাল ফিতের 1/4 অংশ নিয়েছে। তােমার ভাই তােমার থেকে তােমার ফিতের 2/7 অংশ ফিতে নিয়ে নিল। তােমার আর কত অংশ ফিতে রইল?
(a) 1/8. (b) 1/14
(c) 7/8. (c) 13/14
করে দাকহাও নিজে
Answers
Answered by
2
Given: তুমি লাল ফিতের 1/4 অংশ নিয়েছে। তােমার ভাই তােমার থেকে তােমার ফিতের 2/7 অংশ ফিতে নিয়ে নিল।
To find: আমার কাছে কত অংশ ফীতে আছে তা নির্ণয় করতে হবে।
Solution:
ধরি মোট লাল ফিতে হল 1 অংশ।
আমি লাল ফিতের 1/4 অংশ নিয়ে নিয়েছি।
আমার ভাই আমার থেকে ফিতের 2/7 অংশ ফিতে নিয়ে নিল।
তাই আমার ভাই পেলো
অতএব, আমার ভাই পেল আমার ফিতের 1/14 অংশ।
তাই আমার কাছে আছে-
আমার আর 5/28 অংশ ফিতে রইলো।
Similar questions