4) জীববৈচিত্র্য শব্দটি কে প্রচলন করেছিলেন ? a) ই.ও. উইলসন b) র্যাচেল করিসন c) ডি.এস.নইপল d) ব্যারি কমেনার
Answers
Answer:
জীববৈচিত্র্যকে তিনটি পারস্পারিক সম্পর্কযুক্ত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা – জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য।
ক. জিনগত বৈচিত্র্য (Genetic diversity) – একই প্রকার জীবের মধ্যে যে জিনগত প্রাচুর্য বা প্রকরন দেখা যায়, তাকে জিনগত বৈচিত্র্য বলে। একই প্রজাতিভুক্ত বিভিন্ন জীবের পারস্পারিক পার্থক্যকেই জন্মগত বা জিনগত বৈচিত্র্য বলে।
যেমন – প্রতিটি মানুষ একে অন্যের থেকে আলাদা জিনগত বৈচিত্র্যের জন্য সহজেই পৃথক করা যায়।

একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জন্মগত জীব সংখ্যার সুষম বিকাশের জন্য জিনগত বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ন। কারণ একটি প্রজাতির জিনগত বৈচিত্র্য হ্রাস পেলে প্রজাতির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। কেননা জিনগত বৈচিত্র্য একটি প্রজাতিকে পরিবেশ গত পরিবর্তনের সাথে অভিযোজন করতে সহায়তা করে।
খ. প্রজাতিগত বৈচিত্র্য (Species diversity) -

একটি নির্দিস্ট অঞ্চল বা বাস্তুতন্ত্রের মধ্যে যে বিভিন্ন প্রকার জীবের সমাবেশ দেখা যায়, তাকেই প্রজাতি গত বৈচিত্র্য বলে। সাধারণত জীববৈচিত্র্য বলতে এই প্রজাতিগত বৈচিত্র্য কেই বোঝানো হয়ে থাকে। ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের প্রজাতিগত বৈচিত্র্য বিভিন্ন রকম হয়ে থাকে। পৃথিবীর প্রাকৃতিক অঞ্চল গুলির মধ্যে নিরক্ষীয় অঞ্চলেই সবচেয়ে বেশি সমৃদ্ধশালী প্রজাতিগত বৈচিত্র্য পরিলক্ষিত হয়। উদাহরন স্বরূপ বলা যায় – তৃণভূমির বাস্তুতন্ত্রে ভিন্ন ভিন্ন জীবের সমাবেশ।
Answer:
উত্তর - 'Biodiversity' শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার জি. রোসেন ১৯৮৫ সালে।
Please mark me Brainlist......