Science, asked by bimaltathagata5, 5 months ago

4 kg ও 2 kg ভরের দুটি ব্লক একটি অনুভূমিক
মসৃণ টেবিলের উপর চিত্রে প্রদর্শিত উপায়ে
পাশাপাশি রাখা আছে। 20N মানের বল 4kg
ভরের ব্লকটির উপর প্রয়োগ করা হল (চিত্রে
দেখানাে হয়েছে)। ব্লকটির মধ্যে ক্রিয়াশীল লম্ব
প্রতিক্রিয়া হবে--​

Answers

Answered by sssingh290408
0

Answer:

একটি গ্যাসের অবস্থার সমীকরণ হল (P+aV3)(V−b2)=cT, যেখানে P, V, T যথাক্রমে চাপ, আয়তন ও উষ্ণতা এবং a, b, c ধ্রুবক । তা হলে a এবং b -এর মাত্রা হল যথাক্রমে

(A) ML8T−2 এবং L3/2   (B) ML5T−2 এবং L3   (C) ML5T−2 এবং L6   (D) ML6T−2 এবং L3/2

 

2.  C0 ধারকত্ব বিশিষ্ট একটি ধারককে V0 বিভব প্রভেদে আহিত করে অন্য একটি C ধারকত্ব বিশিষ্ট ধারককের সঙ্গে চিত্রের বর্তনী অনুযায়ী সংযুক্ত করা হল । বর্তনীর সুইচ S -টি বন্ধ করলে উভয় ধারকের বিভব প্রভেদ হয় V । তাহলে C -এর মান হল

(A) C0(V0−V)V0     (B) C0(V−V0)V0     (C) C0(V+V0)V     (D) C0(V0−V)V

 

3.  100°সেঃ উষ্ণতায় গ্যাসের অণুর গড়-বর্গ বেগের বর্গমূল (r.m.s. বেগ ) হল v । যে উষ্ণতায় গড়-বর্গ বেগের বর্গমূল √3v হবে তা হল

(A) 546°C      (B) 646°C       (C) 746°C      (D) 846°C

 

4.  নীচের চিত্রের ন্যায় একটি +2C আধানকে মূল বিন্দু O -তে স্থাপন করা হয়েছে । একটি +5C আধানকে x -অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দু A থেকে y -অক্ষের ওপর অবস্থিত আরেকটি বিন্দু B -তে নিয়ে যেতে কৃত কার্য হবে

(দেওয়া আছে 14πϵ0=9×109m/F)

(A) 45×109 J        (B) 90×109 J        (C) Zero       (D) −45×109 J

 

5.  ঘর্ষণহীন পিস্টন যুক্ত একটি চোঙের মধ্যে 400 kPa চাপে একটি গ্যাস আবদ্ধ আছে । বাইরে থেকে তাপ সরবরাহ করে প্রায় স্থির (quasi-static) পদ্ধতিতে চাপ অপরিবর্তিত রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করা হল । পিস্টনটি ধীরে ধীরে 10 cm উচ্চতা উঠে গেল । পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.3 m² হলে গ্যাস কর্তৃক কৃত কার্য হল

(A) 6 kJ        (B) 12 kJ        (C) 7.5 kJ        (D) 24 kJ

 

6.  d ব্যাস ও l দৈর্ঘ্য বিশিষ্ট একটি তামার তারের দুই প্রান্তের মধ্যে E তড়িচ্চালক বল প্রয়োগ করলে তারের মধ্যে ইলেকট্রনের প্রবাহবেগ হয় vd । এখন তারের দৈর্ঘ্য পরিবর্তিত করে 2l করলে তারের মধ্যে ইলেকট্রনের নতুন প্রবাহবেগ হবে

(A) vd        (B) 2vd        (C) vd/2        (D) vd/4

 

7.  একটি NOR গেট এবং একটি NAND গেটকে চিত্রানুযায়ী যুক্ত করা হল । এই ব্যবস্থাটিতে দুটি ভিন্ন ক্ষেত্রে কিছু ইনপুট দেওয়া হল । প্রথম ক্ষেত্রে গেটগুলির ইনপুট A = 0, B = 0, C = 0 এবং দ্বিতীয় ক্ষেত্রে গেটগুলির ইনপুট A = 1, B = 0, C = 1 । প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রের আউটপুট D হবে যথাক্রমে

(A) 0 এবং 0       (B) 0 এবং 1        (C) 1 এবং 0        (D) 1 এবং 1

 

8.  একটি দন্ড চুম্বকের চৌম্বক ভ্রামক 200 A.m² । এই চুম্বককে 0.30 NA-1m-1 চৌম্বক ক্ষেত্রে ঝুলিয়ে রাখা হল । চুম্বকের সাম্যস্থান থেকে 30° ঘোরাতে যে টর্কের (দ্বন্দ্বের) প্রয়োজন হয় তা হল

 

 

 

 

ArticlePage

Similar questions