Computer Science, asked by mdsahinadnan809, 4 months ago

4) কম্পিউটার কিভাবে Start করতে হয়?
6) Programs কিভাবে বের করতে হয়?
$) Paint কিভাবে করতে হয়?​

Answers

Answered by 5honey
1

আগেই আমরা জেনেছি যে, কম্পিউটার চালাতে বিদ্যুৎ লাগে। আমরা ধরে নিচ্ছি, কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশ পরস্পরের সঙ্গে সঠিক ভাবে যুক্ত রয়েছে। এখন কম্পিউটারে সি পি ইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলে যে যন্ত্রাংশ আছে, তার সঙ্গে প্লাগসহ বিদ্যুতবাহী তার যুক্ত থাকে। প্রথমে বিদ্যুৎ সংযোগ রয়েছে এমন কোনও প্লাগ পয়েন্টে ঢুকিয়ে প্লাগ পয়েন্টের সুইচটিকে অন বা চালু করে দিতে হবে। এ বার লক্ষ করা যাবে যে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে পাওয়ার (power) নামে একটি সুইচ রয়েছে। সেটি টিপে দিলে সঙ্গে সঙ্গে কম্পিউটার চালু হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আমরা কী ভাবে বুঝব যে কম্পিউটার চালু হয়ে গেছে। কম্পিউটারের মনিটরের পর্দার মাধ্যমে আমরা তা বুঝতে পারব। মনিটরেও পাওয়ার (Power) নামে একটি সুইচ থাকে, সেটি আগে থেকে অন করা থাকতে পারে, না থাকলে সেটিকে অন করে নিতে হবে। তখন কম্পিউটার একটি সূচনা প্রক্রিয়া বা Starting Process-এর মধ্য দিয়ে যাবে, যার প্রতিফলন মনিটরের পর্দায় দেখতে পাওয়া যাবে। এই প্রক্রিয়ায় কম্পিউটার নিজেই তার সিস্টেম (System) বা ব্যবস্থার সেট আপ (Set up) বা কাঠামোকে পরীক্ষা করে নেয় এং এই সময় মনিটরের পর্দায় কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে কিছু তথ্য দ্রুত ফুটে ওঠে ও মিলিয়ে যায় একেই বলে বুটিং, যা নিয়ে আগের অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এখনকার সব কম্পিউটারেই উইন্ডোজ (Windows) নামক অপারেটিং সিস্টেম (Operating System) যুক্ত থাকে। এটি উইন্ডোজ-7, Xp হতে পারে। প্রতিটি উইন্ডোজ নামক অপারেটিং সিস্টেমের একেকটি ভার্সন (Version) বা সংস্করণ। বুটিং শেষ হলে কম্পিউটারে উইন্ডোজ নামক অপারেটিং সিস্টেমের যে সংস্করণটি যুক্ত আছে, সেটির নাম, তার লোগে (Logo) বা প্রতীক সহ মনিটরের পর্দায় ফুটে উঠবে। বস্তুত, এই প্রতীকটি অনেকটা যেন ব্যবহারকারীকে স্বাগত জানাবে। তার পর দেখতে পাওয়া যাবে যে, মনিটরের পর্দার একেবারে নীচের বাঁ দিকে স্টার্ট (Start) বলে একটি শব্দ এবং নীচের ডান দিকে সময় ফুটে উঠেছে, আর পর্দার বাকি অংশে বিভিন্ন আইকন (Icon) বা অবয়ব চিহ্ন ফুটে উঠেছে আলাদা আলাদা নাম নিয়ে। এখন কম্পিউটার পুরোপুরি চালু এবং আমরা প্রয়োজন মতো কাজে তাকে ব্যবহার করতে পারি।

Similar questions