Math, asked by itzgirl57, 2 months ago

ক) 40 টাকা কেজি দরের আসাম চায়ের সঙ্গে 65 টাকা কেজি দরের দাজিলিং চা কী অনুপাতে মিশিয়ে মিশ্রিত চা প্রতি কেজি 60 টাকা দরে বিক্রি করলে মোটের উপর 20% লাভ হবে ?????​

Answers

Answered by misscutie94
16

Answer:

প্রশ্ন :-

ক) 40 টাকা কেজি দরের আসাম চায়ের সঙ্গে 65 টাকা কেজি দরের দাজিলিং চা কী অনুপাতে মিশিয়ে মিশ্রিত চা প্রতি কেজি 60 টাকা দরে বিক্রি করলে মোটের উপর 20% লাভ হবে?

উত্তর :-

মনে করি,

x কেজি আসাম চায়ের সঙ্গে y কেজি দার্জিলিং চা মেশানো হল।

আসাম চায়ের x কেজির মূল্য 40x টাকা এবং দার্জিলিং চায়ের y কেজির মূল্য 65y টাকা

∴ (x + y) কেজি চায়ের ক্রয়মূল্য

➪ (40x + 65y) টাকা

আবার মিশ্রিত (x + y) কেজি চায়ের বিক্রয়মূল্য

➪ 60(x + y) টাকা

প্রশ্মানুসারে,

বিক্রয়মূল্য = ক্রয়মূল্য 120%

➪ 60(x + y) = (40x + 65y) × 120/100

➭ 60x + 60y = 40x + 65y × 6/5

➭ 300x + 300y = 240x + 390y

➭ 300x - 240x = 390y - 300y

➭ 60x = 90y

➭ x : y = 90 : 60

➭ x : y = 3 : 2

∴ আসাম চা ও দার্জিলিং চা 3 : 2 অনুপাতে মেশানো হবে ।

Similar questions