ক) 40 টাকা কেজি দরের আসাম চায়ের সঙ্গে 65 টাকা কেজি দরের দাজিলিং চা কী অনুপাতে মিশিয়ে মিশ্রিত চা প্রতি কেজি 60 টাকা দরে বিক্রি করলে মোটের উপর 20% লাভ হবে ?????
Answers
Answered by
16
Answer:
প্রশ্ন :-
ক) 40 টাকা কেজি দরের আসাম চায়ের সঙ্গে 65 টাকা কেজি দরের দাজিলিং চা কী অনুপাতে মিশিয়ে মিশ্রিত চা প্রতি কেজি 60 টাকা দরে বিক্রি করলে মোটের উপর 20% লাভ হবে?
উত্তর :-
মনে করি,
x কেজি আসাম চায়ের সঙ্গে y কেজি দার্জিলিং চা মেশানো হল।
আসাম চায়ের x কেজির মূল্য 40x টাকা এবং দার্জিলিং চায়ের y কেজির মূল্য 65y টাকা
∴ (x + y) কেজি চায়ের ক্রয়মূল্য
➪ (40x + 65y) টাকা
আবার মিশ্রিত (x + y) কেজি চায়ের বিক্রয়মূল্য
➪ 60(x + y) টাকা
প্রশ্মানুসারে,
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য 120%
➪ 60(x + y) = (40x + 65y) × 120/100
➭ 60x + 60y = 40x + 65y × 6/5
➭ 300x + 300y = 240x + 390y
➭ 300x - 240x = 390y - 300y
➭ 60x = 90y
➭ x : y = 90 : 60
➭ x : y = 3 : 2
∴ আসাম চা ও দার্জিলিং চা 3 : 2 অনুপাতে মেশানো হবে ।
Similar questions