একটি বস্তুর উষ্ণতা 40°c হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে নিণয় করো
Answers
Answer:
একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রী হলে ফারেনহাইট স্কেলে তার মান কত?
সেন্টিগ্রেড, ফারেনহাইট ও কেলভিন এই ৩টি তাপমাত্রার স্কেলের সমীকরণ নিরুপনে আপনি-
C/5=(F-32)/9=(k-273)/5 সূত্রটি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে C হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা, F হচ্ছে ফারেনহাইট স্কেলে ও K হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা।
উপরের সূত্র থেকে 40 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা, ফারেনহাইট স্কেলে 104 ডিগ্রী ফারেনহাইট হবে।
ফর্মুলা: (40C*9/5)+32=104F
ধন্যবাদ।
ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রায় সমান তাপমাত্রা নির্দেশ করে?
"হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হলে কিছু মানুষ এবং বিভিন্ন বস্তুর ছায়া অক্ষত থেকে যায়।" - এটা সত্য হলে, এর কারণ কী?
কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে 40 ডিগ্রি পার্থক্য রয়েছে?
দুইটি বস্তুর উষ্ণতা সমান হলেও তাপ-এর মান আলাদা হয় কেন?
ধূলিকণার ভর কিভাবে নির্ণয় করা হয়?