40°C উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেট এর দ্রাব্যতা 65 বলতে কি বুঝ?
Answers
Answered by
2
Answered by
6
40°C উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেট এর দ্রাব্যতা 65 বলতে বোঝায় 100 গ্রাম দ্রাবকে 40°C উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হয় 65 গ্রাম
- দ্রব- দ্রবনের মধ্যে যে উপাদান কম পরিমান থাকে এবং যা দ্রবীভূত হয় তাকে দ্রব বলে
- দ্রাবক - দ্রবনের মধ্যে যে উপাদান বেশি পরিমান থাকে এবং যার মধ্যে দ্রব যোগ করা হয় তাকে দ্রাবক বলে
- দ্রাব্যতা - নির্দিষ্ট তাপমাত্রায় ১০০ গ্রাম দ্রাবকে সর্বচ্চ যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবন তৈরি করে দ্রবের ওই পরিমান কে ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা বলে ।
- দ্রাব্যতাকে মোল / লিটার এ প্রকাশ করা হয় ।
- দ্রাব্যতা দ্রাবকের প্রকৃতি , দ্রবের প্রকৃতি ,তাপমাত্রা ও চাপ এর ওপর নির্ভর করে ।
Similar questions