5. আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা। এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। হিসাব করে ।
দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে।
== w
ww muক। এখt
on
Answers
স্কুলের খাতার দাম 20 % বেড়েছে।
সমাধান:
▪ স্কুলের খাতার প্রাথমিক দাম = 10 টাকা
▪ স্কুলের খাতার অন্তিম দাম = 12 টাকা
∴ খাতার দামের বৃদ্ধি হয়েছে = (12 - 10) টাকা
= 2 টাকা
∴ স্কুলের খাতার দামের শতকরা বৃদ্ধি হয়েছে
= (খাতার দামের বৃদ্ধি / খাতার প্রাথমিক দাম) * 100 %
= (2 / 10) * 100 %
= 200 / 10 %
= 20%
নোট:
• এইরকম প্রশ্নের সমাধান করতে হলে প্রথমে বৃদ্ধির পরিমাণ নির্ণয় করবে বর্তমান দাম থেকে আগের দাম বিয়োগ করে। আর তারপর শতকরা বৃদ্ধির পরিমাণ নির্ণয় করবে (বৃদ্ধি ÷ প্রাথমিক দাম) × 100% সূত্রের সাহায্যে।
• যখন হ্রাস সম্পর্কিত সমস্যা থাকবে, তখন হ্রাস নির্ণয় করবে ও (হ্রাস ÷ প্রাথমিক দাম) × 100% সূত্রের সাহায্যে শতকরা হ্রাস নির্ণয় করবে।
কিছু গাণিতিক প্রশ্ন:
• ৯৬৭ সংখ্যা টি ৬ এর স্থানীয় মান ও প্রকৃত মানের যোগফল কত? - https://brainly.in/question/15612952
• রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কতো টাকা ছিল? - https://brainly.in/question/8695672