Math, asked by sarkarmdnaim78, 22 hours ago

এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2; এই ধরনের 28 কিগ্রা, পিতলে তামা আছে=

(a) 8 কিগ্রা
(b) 11.2 কিগ্রা
(c) 16.8 কিগ্রা
(d) 20 কিগ্রা​

Answers

Answered by rupeshpradhan07
4

Answer:

Hope this helps you please try to Mark me as brainlists please

Attachments:
Answered by pulakmath007
4

সমাধান

সঠিক বিকল্প নির্বাচন করতে হবে

এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2; এই ধরনের 28 কিগ্রা, পিতলে তামা আছে

(a) 8 কিগ্রা

(b) 11.2 কিগ্রা

(c) 16.8 কিগ্রা

(d) 20 কিগ্রা

উত্তর

বলা আছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5 : 2

মনে করি

তামার পরিমাণ = 5x কিগ্রা

দস্তার পরিমাণ = 2x কিগ্রা

প্রশ্ন অনুসারে

5x + 2x = 28

⇒ 7x = 28

⇒ x = 4

পিতলে তামা আছে

= 5x কিগ্রা

= 5 × 4 কিগ্রা

= 20 কিগ্রা

সর্বশেষ উত্তর

সঠিক বিকল্প হল (d) 20 কিগ্রা

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12%, আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি।

https://brainly.in/question/21418479

2. সংখ্যার এককের স্থানে কোন্ অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না?

২। "ক" এর বর্গসংখ্যার একক স্থানে ৬ থাকলে "ক" এর একক স্থা...

https://brainly.in/question/28698598

3. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনাে টাকার 10 বছরের সুদ সুদ-আসলের হবে তা নির্ণয় করি।

https://brainly.in/question/24784406

Similar questions