Math, asked by tams0875, 3 days ago

এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানাে আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে তা নির্ণয় করাে। ​

Answers

Answered by pulakmath007
7

সমাধান

জানতে হবে

এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানাে আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে তা নির্ণয় করাে।

উত্তর

বলা আছে যে এক পাত্র শরবতে 5 : 2 অনুপাতে সিরাপ ও জল মেশানাে আছে

তাহলে শরবতে -

সিরাপ আছে = 5/7 অংশ

জল আছে = 2/7 অংশ

মনে করি x অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে

তাহলে x অংশ শরবতে -

সিরাপ আছে = 5x/7 অংশ

জল আছে = 2x/7 অংশ

এখন সিরাপ অবশিষ্ট আছে = ( 5/7 - 5x/7 ) অংশ

জল অবশিষ্ট আছে = ( 2/7 - 2x/7 ) অংশ

এখন x অংশ জল ঢাললে

সিরাপের পরিমাণ = ( 5/7 - 5x/7 ) অংশ

জলের পরিমাণ = ( 2/7 - 2x/7 + x ) অংশ

প্রশ্ন অনুসারে -

 \displaystyle \sf{ \frac{2}{7} -  \frac{2x}{7} + x =  \frac{5}{7} -  \frac{5x}{7}    }

 \displaystyle \sf{ \implies \: \frac{5x}{7}  -  \frac{2x}{7} + x =  \frac{5}{7} -   \frac{2}{7}    }

 \displaystyle \sf{ \implies \: \frac{5x - 2x + 7x}{7}=  \frac{5 - 2}{7} }

 \displaystyle \sf{ \implies \: \frac{10x}{7}=  \frac{3}{7} }

 \displaystyle \sf{ \implies \:x=  \frac{3}{7}  \times  \frac{7}{10} }

 \displaystyle \sf{ \implies \:x=   \frac{3}{10} }

সর্বশেষ উত্তর

 \displaystyle \sf{  \frac{3}{10} } অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. এমন একটি চার অঙ্কের সংখ্যা লেখ যাকে কার্ডের মাধ্যমে প্রকাশ করলে 4 টি হাজারের কার্ড থাকবে।

https://brainly.in/question/42462957

2. ৬ এর স্থানীয় মান ৬×১০০এই স্থানীয় মানযুক্ত সংখ্যা টি হলো?

https://brainly.in/question/42839004

Similar questions