World Languages, asked by chakrabortypiu7212, 7 months ago

৪. “কি লজ্জা! দুঃখের কথা হায় কব কারে?’– কে, কেন একথা বলেছেন? বক্তার মনােভাব আলােচনা করাে।
5. ‘মিথ্যা কথা, নাথ। বক্তা কোন কথাকে ‘মিথ্যা বলেছেন? কীভাবে তিনি নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করেছেন?​

Answers

Answered by sagar8036
7

Explanation:

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ কর্তার ভূত ’ রচনায় আমরা দেখি ‘ দেশের মধ্যে দুটো একটা মানুষ ’ দিনের বেলায় ভূতের নায়েবের ভয়ে চুপ করে থাকে । কিন্তু তারাই গভীর রাতে বুড়াে কর্তার দ্বারস্থ হয় । তারা হাতজোড় করে বুড়াে কর্তাকে প্রশ্ন করে , “ কর্তা , এখনাে কি ছাড়বার সময় হয়নি ? ” বুড়াে কর্তা এ কথা শুনে তাদের ‘ অবােধ ’ সম্বােধন করে বলেন যে , তিনি তাদের যেমন ধরেও রাখেননি , তেমনি ছেড়েও যাননি । তারা বুড়াে কর্তাকে ছাড়লে তবেই তিনি তাদের ছেড়ে চলে যাবেন । সেকথা শুনে ওইসব মানুষ জানায় যে , তেমনটা করতে তারা খুবই ভয় পায় । + এখানে বুড়াে কর্তা সরাসরিই জানিয়েছেন যে , মানুষের মনের ভয়ের মধ্যেই ভূত অবস্থান করে । আসলে আলােচ্য কাহিনিটিতে রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন , আত্মশক্তি এবং আত্মবিশ্বাসের অভাবেই ভীত - সন্ত্রস্ত দেশবাসী আজ ‘ পঞ্চত্বপ্রাপ্ত ‘ সর্বাঙ্গাসম্পন্ন প্রাচীন সভ্যতার ’ ‘ প্রেতযােনি ’ - কে আঁকড়ে রয়েছে । জনগণের ভয়ের কারণেই দেশে জীর্ণ ও অপ্রাসঙ্গিক ধর্মীয় সংস্কার ও ধর্মতন্ত্র এখনও বাসা বেঁধে রয়েছে । বুড়াে কর্তার এই কথাটির মধ্য দিয়ে সেই সত্যটিই প্রকাশ করা হয়েছে । তাই বলা যায় , আমাদের সর্বাঙ্গাসম্পন্ন

Similar questions