English, asked by tanbirhossaine967, 2 months ago

5। একটি খনিতে একটি লিফট ৪ মিনিটে 24 মিটার নীচে নামে। লিফটটা যদি সমবেগে চলে তবে লিফটটা ৫ মিনিটে কত মিটার নীচে থাকবে? ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে তবে 7() মিনিটে ভূমির কতটা নীচে থাকবে?​

Answers

Answered by pulakmath007
4

সমাধান

দেওয়া আছে

একটি খনিতে একটি লিফট ৪ মিনিটে 24 মিটার নীচে নামে।

জানতে হবে

  • লিফটটা যদি সমবেগে চলে তবে লিফটটা 6 মিনিটে কত মিটার নীচে থাকবে?

  • ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নীচে থাকবে?

উত্তর

বলা আছে যে

একটি খনিতে একটি লিফট ৪ মিনিটে 24 মিটার নীচে নামে

∴ লিফট ৪ মিনিটে নীচে নামে 24 মিটার

⇒ লিফট 1 মিনিটে নীচে নামে 24/8 = 3 মিটার

∴ লিফট 6 মিনিটে নীচে নামে 6 × 3 মিটার = 18 মিটার

আবার

লিফট 1 মিনিটে নীচে নামে 3 মিটার

∴ লিফট 70 মিনিটে নীচে নামে 70 × 3 মিটার = 210 মিটার

লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির নীচে থাকবে

= 210 - 10 মিটার

= 200 মিটার

সর্বশেষ উত্তর

  • লিফট 6 মিনিটে নীচে নামে 18 মিটার

  • লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির নীচে থাকবে 200 মিটার

━━━━━━━━━━━━━━━━

Brainly থেকে আরো জানুন :-

1. সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে একটি উলম্ব দণ্ডের ছায়ার দৈর্ঘ্য ও দন্ডটির উচ্চতার অনুপাত কত হবে?

https://brainly.in/question/27785036

2. a^3–21a –20 কে উৎপাদকে বিশ্লেষণ কর

https://brainly.in/question/29098482

Attachments:
Answered by sumellikaagnisha
1

সমাধানঃ

লিফটটি ৪ মিনিটে নামে 24 মিটার

লিফটটি 1 মিনিটে নামে 24/8 মিটার = 3 মিটার

∴ লিফটটি 6 মিনিটে নামে 3×6 মিটার = 18 মিটার

∴ লিফটটি 6 মিনিটে 18 মিটার নীচে থাকবে ।

লিফটটি 70 মিনিটে নামে 3x70 মিটার = 210 মিটার

লিফটটি 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে

∴ লিফটটি ভূমির নীচে থাকবে (210-10) মিটার = 200 মিটার

hope it helps you

please mark me as brainliest

Similar questions