5। একটি খনিতে একটি লিফট ৪ মিনিটে 24 মিটার নীচে নামে। লিফটটা যদি সমবেগে চলে তবে লিফটটা ৫ মিনিটে কত মিটার নীচে থাকবে? ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে তবে 7() মিনিটে ভূমির কতটা নীচে থাকবে?
Answers
সমাধান
দেওয়া আছে
একটি খনিতে একটি লিফট ৪ মিনিটে 24 মিটার নীচে নামে।
জানতে হবে
- লিফটটা যদি সমবেগে চলে তবে লিফটটা 6 মিনিটে কত মিটার নীচে থাকবে?
- ওই লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নীচে থাকবে?
উত্তর
বলা আছে যে
একটি খনিতে একটি লিফট ৪ মিনিটে 24 মিটার নীচে নামে
∴ লিফট ৪ মিনিটে নীচে নামে 24 মিটার
⇒ লিফট 1 মিনিটে নীচে নামে 24/8 = 3 মিটার
∴ লিফট 6 মিনিটে নীচে নামে 6 × 3 মিটার = 18 মিটার
আবার
লিফট 1 মিনিটে নীচে নামে 3 মিটার
∴ লিফট 70 মিনিটে নীচে নামে 70 × 3 মিটার = 210 মিটার
লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির নীচে থাকবে
= 210 - 10 মিটার
= 200 মিটার
সর্বশেষ উত্তর
- লিফট 6 মিনিটে নীচে নামে 18 মিটার
- লিফটটা যদি ভূমির 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির নীচে থাকবে 200 মিটার
━━━━━━━━━━━━━━━━
Brainly থেকে আরো জানুন :-
সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে একটি উলম্ব দণ্ডের ছায়ার দৈর্ঘ্য ও দন্ডটির উচ্চতার অনুপাত কত হবে?
https://brainly.in/question/27785036
2. a^3–21a –20 কে উৎপাদকে বিশ্লেষণ কর
https://brainly.in/question/29098482
সমাধানঃ
লিফটটি ৪ মিনিটে নামে 24 মিটার
লিফটটি 1 মিনিটে নামে 24/8 মিটার = 3 মিটার
∴ লিফটটি 6 মিনিটে নামে 3×6 মিটার = 18 মিটার
∴ লিফটটি 6 মিনিটে 18 মিটার নীচে থাকবে ।
লিফটটি 70 মিনিটে নামে 3x70 মিটার = 210 মিটার
লিফটটি 10 মিটার উপর থেকে নীচে নামতে শুরু করে
∴ লিফটটি ভূমির নীচে থাকবে (210-10) মিটার = 200 মিটার
hope it helps you
please mark me as brainliest