নাস পাটির ভিত্তিতে এ্যাসা
র
এসাইনমেন্টনিরিকায়
১। কই ?
১। হ5 বিবাহ করা প্রয়ােজন কেন?
৩। কুফবির পরিণাম ব্যাখ্যা কর।
Answers
Answer:
নাস পাটির ভিত্তিতে এ্যাসা
র
এসাইনমেন্টনিরিকায়
১। কই ?
১। হ5 বিবাহ করা প্রয়ােজন কেন?
৩। কুফবির পরিণাম ব্যাখ্যা কর।
Step-by-step explanation:
পরকীয়া কোন ফৌজদারি অপরাধ হতে পারে না, বলছে ভারতের সর্বোচ্চ আদালত
ভারতের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ঘোষণা করেছে যে বিবাহিত কোন নারী বা পুরুষ যদি স্বামী বা স্ত্রী-র বাইরে অন্য কারো সাথে যৌন সম্পর্ক করেন - যাকে বলা হয় পরকীয়া - তা আর সেদেশে ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে না।
পরকীয়া সম্পর্কে জড়ালে ১৫৮ বছরের পুরোনো ভারতীয় দন্ডবিধির যে ধারায় একজন পুরুষ মানুষের জেল হওয়ার নিয়ম ছিল, তাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে আদালত।
তবে রায় দেবার সময় প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেছেন যে পরকীয়া সম্পর্ক বিবাহ-বিচ্ছেদের কারণ হয়ে উঠতে পারে, কিন্তু এটা কোন ফৌজদারি অপরাধ হতে পারে না।
বিচারপতিরা তাঁদের রায়ে বলেছেন, আইনের ওই ধারাটি পিতৃতান্ত্রিক সমাজের ফসল। নিজের শরীরের ওপরে একজন নারীর সম্পূর্ণ অধিকার রয়েছে - এবং এই প্রশ্নে কোনও আপোষ করা অনুচিত। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, একজন স্বামী কখনই তাঁর স্ত্রীর মালিক বা প্রভু নন। নারী-পুরুষের সমানাধিকারের বিষয়টিকে আদালত অত্যন্ত গুরুত্ব দিয়েছে এই রায় দিতে গিয়ে।
পুরনো আইনে বলা হয়েছিল যে যদি কোনও নারী স্বামীর সম্মতি না নিয়ে পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন, তাহলে সেই 'পর-পুরুষ'টির জেল হবে।
সুপ্রিম কোর্টের বেঞ্চ আজ রায় দিয়েছে যে পরকীয়া সম্পর্ককে অপরাধ বলে গণ্য করাটা অসাংবিধানিক। কারণ ওই আইন অনুযায়ী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়া একজন নারীকে তাঁর স্বামীর সম্পত্তির হিসাবে দেখা হত, আর যে পরপুরুষের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে পড়লেন, সেই ব্যক্তি যেন সম্পত্তি চুরি করেছে, তাই সে অপরাধী - এমনটাই মনে করা হত।
বিবিসি বাংলায় আরো পড়ুন:
সমকামিতা ভারতে আর অপরাধ নয়: সুপ্রিম কোর্ট
Plz mark me brainleast answer and follow me