Math, asked by kursidalam2000, 1 year ago

5. একটি রেডিও 450 টাকায় বিক্রি করলে যত লাভ
| হয়, 350 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়।
রেডিওটির ক্রয়মূল্য কত?
(A) 200 টাকা ০ (C) 400 টাকা
*(B) 300 টাকা 0 (D) 500 টাকা​

Answers

Answered by Moo1
5

Answer:

400 টাকা উত্তর হবে.

....

...

...

.... মার্ক as brainliest

Answered by ChitranjanMahajan
4

রেডিওটির ক্রয়মূল্য হলো (c) 400 টাকা।

• ধরে নেওয়া যাক যে রেডিওটির ক্রয়মূল্য হল x টাকা।

• দেওয়া আছে,

যদি রেডিওটি 450 টাকায় বিক্রি করা হয়, তাহলে লাভ হয়।

∴  বিক্রয়মূল্য = 450 টাকা

আমরা জানি যে, লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য

=> লাভ = 450 টাকা - x টাকা

• এও দেওয়া আছে,

যদি 350 টাকায় রেডিওটি বিক্রি করা হয়, তাহলে ক্ষতি হয়।

∴  বিক্রয়মূল্য = 350 টাকা

আমরা জানি যে, ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য

=> ক্ষতি = x টাকা - 350 টাকা

• প্রশ্ন অনুযায়ী, লাভ ও ক্ষতির মান সমান।

=> 450 - x = x - 350

=> 450 + 350 = x + x

=> 800 = 2x

=> 2x = 800

=> x = 800 / 2

=> x = 400

অতএব, রেডিওটির ক্রয়মূল্য হলো 400 টাকা।

Similar questions