India Languages, asked by royjun26, 4 months ago

তোমার দেখা একটি মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লেখ 5 marks / Write a letter to a friend describing a fair you saw 5 marks​

Answers

Answered by debjitgarai
17

Answer:

Given below

Explanation:

প্রিয় ‘প্রান্ত’

আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিও। গতকাল তোমার একটি চিঠি পেয়েছি। চিঠিতে তুমি জানতে চেয়েছ কিছুদিন আগে যে বিজ্ঞান মেলা হয়েছিলো আমি সেখানে গিয়েছিলাম কিনা। হ্যা, আমি বিজ্ঞান মেলা দেখতে গিয়েছিলাম। এমনিতেই বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার আমাকে ভীষণ শিহরিত করে আর যেখানে আমার কলেজ অংশগ্রহণ করেছে সেখানে কি আমি আর না গিয়ে থাকতে পারি? তাই বুঝতেই পারছ এ মেলা আমার জন্য কতটা আনন্দের। সেই মেলার কথা জানাতেই আজ তোমার কাছে চিঠি লিখতে বসেছি। মেলার ভিতর প্রবেশ করেই দেখি সে এক বিশাল রমরমা অবস্থা। স্কুল এবং কলেজ নামে দুটো আলাদা বিভাগ খোলা হয়। আমি এতে অংশ না নিলেও আমার বন্ধুরা তিনটি দল হয়ে অংশ নেয়। প্রত্যেকটি দলই বর্তমান ভারতকে কিভাবে আরো উন্নত আর সমৃদ্ধশালী করা যায় অর্থাৎ ডিজিটাল ভারত গড়ার বিষয় নিয়ে হাজির হয়। বিজ্ঞানের অল্পকিছু যন্ত্রপাতি নিয়ে তারা যে কলাকৌশল দেখিয়েছে, তা সত্যিই বিস্ময়কর। আমাদের বন্ধুরা যেসব আবিষ্কার নিয়ে উপস্থিত হয় তাহলো- সাশ্রয়ী মূল্যে রেফ্রিজারেটর তৈরি, উদ্ভিদ থেকে বিদ্যুৎ উৎপাদন ও ভূমিকম্পরোধে অ্যালার্ম তৈরি। অন্যান্য স্কুল কলেজ থেকেও ক্ষুদে বিজ্ঞানীরা অসাধারণ সব আবিষ্কার নিয়ে হাজির হয়। সেখানে ছিল স্বল্পব্যয়ে সেচব্যবস্থা, ইলেক্ট্রনিক মিউজিক ইত্যাদি বিজ্ঞান মেলাকে আকর্ষণীয় ও তথ্যবহুল করে তুলেছিল। এই মেলা দুইদিন ব্যাপী চলে। শেষ দিনে মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মেলায় প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে মেলা পরিদর্শন করেন। সব শেষে তিনি ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই মেলায় আমাদের কলেজ প্রথম ও তৃতীয় স্থান অধিকার করে এবং নটরডেম কলেজ দ্বিতীয় স্থান অধিকার করে। এই মেলার পর আমাদের ছাত্রছাত্রীদের মাঝে নতুন নতুন আবিষ্কার করার এক অভূতপূর্ব সাড়া পড়ে যায়। সত্যি বলতে কি, এ মেলা দেখে বিজ্ঞান জগত ও তার আবিষ্কার আমার জীবনে এনে দিয়েছে এক বিচিত্র অভিজ্ঞতা। যাক, আজ আর লিখবনা। তোমার চিঠির অপেক্ষায় থাকলাম। আজ আর নয়। আমি ভালো আছি, তোমার বাবা মা কে আমার প্রণাম দিও।

প্রীতিমুগ্ধ বন্ধু

‘শান্ত’

ডাক টিকিট

প্রেরক

প্রাপক

Source :- www.myacademybd.com

Answered by payalchatterje
5

Answer:

মেলার বর্ণনা দিয়ে বন্ধুকে পত্ৰ:

প্রিয় সুরভী,

প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ্ প্রতিবারের ন্যায় এবারও আমাদের দাসপাড়া হাইস্কুল প্রাঙ্গনে রামগঞ্জ উপজেলার সকল স্কুলের অংশগ্রহনে এক বিজ্ঞান মেলা অনষ্ঠিত হয়। এই নির্দিষ্ট দিনটি ছিল আমাদের জন্য বড় আনন্দের ও গৌরবের । তোমাকে এ অনুষ্ঠানের একটি সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি।মেলা উপলক্ষে বিদ্যালয়টি নানা ভাবে সজ্জিত করা হয়। প্রবেশদ্বার সকাল ১০টা সুন্দরভাবে সাজানো হয়। বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠান চলছিল। নির্দিষ্ট দিনে বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা তাদের তৈরী প্রদর্শনী নিয়ে নিজ নিজ স্টলে বসে পড়ে। এই ক্ষুদে বিজ্ঞানীদের কর্মকান্ডে অবাক হতে হয় । প্রচেষ্টা আর সাধনা অব্যহত রাখলে এরাই হয়তো ভবিষ্যতে বড় বড় আষ্কিারের সাথে জাড়িত হবে। আমিও একটি নলের দুই মাথায় লেন্স লাগিয়ে একটি সুন্দর টেলিস্কোপ তৈরি করেছিলাম। বেরা ১১টা থেকেই স্টলগুলোতে দর্শকদের বেশ ভিড় জমে যায়। দর্শকরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং বিজ্ঞানের কৃতিত্ব দেখে বেশ আনন্দ লাভ করেন। তারা অত্যন্ত উৎসাহের সাথে এই মেলা পরিদর্শণ করেন। তারা প্রশংসাসূচক অনেক মন্তব্যও করেন৷ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাননীয় জেরা প্রশাসক । তিনি সব স্টল পরিদর্শন করেন এবং আমাদেরকে এ ব্যাপারে নানাভাবে উৎসাহ দেন। মেলা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার। সভায় বক্তারা বিজ্ঞান শিক্ষার নানা প্রয়োজনীয় দিক তুলে ধরেন। বক্তৃতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। আমার তৈরি প্রদর্শনীর জন্য আমি দ্বিতীয় পুরস্কার হিসেবে তিন হাজার টাকা পাই। যাক, আজ আর নয়। তোমার আব্বা ও আম্মকে আমার সালাম দিও।

ইতি তোমার বন্ধু,

পায়েল চ্যাটার্জি

এটি একটি বাংলা প্রশ্ন |

আরও দুটি বাংলা প্রশ্ন:

https://brainly.in/question/9179234

https://brainly.in/question/5630001

Similar questions