5 trees name in Bengali
Answers
1. peepal tree : পিপাল গাছ
2. Banyan tree : বটগাছ
3. Coconut tree: নারিকেল গাছ
4. mango tree : আম গাছ
5. teak : সেগুন কাঠ
6. sal : সাল
7. mangrove: গরান গাছ
কয়েকটি গাছের নাম হলো :
____________________
১) বটগাছ : পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশের বটগাছ অত্যন্ত সাধারণ একটি গাছ এবং এই গাছের প্রধান পরিচিত হলো এই গাছের ঝুরি। প্রসঙ্গত উল্লেখ্য বট গাছের ফলকে আমরা খাওয়ার জন্য ব্যবহার করি না।
২) আম গাছ : পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশে আম গাছও অত্যন্ত সাধারণ একটি গাছ এবং এই গাছের প্রধান পরিচিত হলো এই গাছের লম্বা পাতা। প্রসঙ্গত উল্লেখ্য আম গাছের ফলকে আমরা খাওয়ার জন্য ব্যবহার করি।
৩) গোলাপ গাছ : গোলাপ গাছ হলো একটি গুল্ম প্রজাতির গাছ এবং এই গাছের গোলাপ ফুল ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
৪) শাল গাছ : শাল গাছ হলো একটি বৃক্ষ প্রজাতির গাছ এবং এই গাছের পাতা ব্যাপকভাবে ব্যবহার করা হয়।
৫) সেগুন গাছ : সেগুন গাছ হলে একটি বৃক্ষ প্রজাতির গাছ এবং এই গাছের কাঠ ব্যাপকভাবে ব্যবহার করা হয়।